অনুমোদনহীন কর্মী নিয়োগ নয় পৌরসভায়, কড়া নির্দেশিকা জারি করল নবান্ন

নিয়ম ভাঙলে বরাদ্দ বন্ধের হুঁশিয়ারি।

Updated By: Aug 26, 2019, 01:16 PM IST
অনুমোদনহীন কর্মী নিয়োগ নয় পৌরসভায়, কড়া নির্দেশিকা জারি করল নবান্ন

নিজস্ব প্রতিবেদন : পৌরসভায় সরকারি কর্মী নিয়োগের ক্ষেত্রে কড়া নির্দেশ জারি করল অর্থ দফতর। নির্দেশিকায় বলা হয়েছে, স্থায়ী, অস্থায়ী বা চুক্তিভিত্তিক যে কোনও ধরনের কর্মী নিয়োগের ক্ষেত্রেই আগে অর্থ দফতরের অনুমোদন নিতে হবে। পৌরসভাগুলি নিজের মর্জিমাফিক আর কোনও নিয়োগ করতে পারবে না।

প্রসঙ্গত, দিন কয়েক আগে হাওড়ায় প্রসাশনিক বৈঠকে পৌরসভায় কর্মী নিয়োগ নিয়ে নিজের ক্ষোভের কথা জানিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই নড়েচড়ে বসে অর্থ দফতর। পৌরসভাগুলিকে সতর্ক করে নবান্নের তরফে জারি করা হল কড়া বার্তা।

নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, নিজেদের মর্জিমাফিক আর কোনও নিয়োগ নয়। উন্নয়নের অর্থ দিয়ে বেতন দেওয়া যাবে না। এমনকি, নিজস্ব আয়ের অর্থ দিয়েও দেওয়া যাবে না বেতন। এমন ঘটনা ঘটলে সেক্ষেত্রে আরও কড়া পদক্ষেপ করবে নবান্ন। বন্ধ করে দেওয়া হবে উন্নয়নের জন্য নির্দিষ্ট বরাদ্দ অর্থ।

আরও পড়ুন, 'দাদা' দিলীপ ঘোষই বাংলার সমস্যা, কিছুই করেননি, বিজেপির চা-চক্রকে খোঁচা পার্থর

ইতিমধ্যেই নয়া নির্দেশিকা পৌরসভাগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। সরকারি নিয়ম বহির্ভূত নিয়োগ যে আর বরদাস্ত করা হবে না, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে।

.