নিজস্ব প্রতিবেদন : রাস্তায় পড়েনি এক ঝুড়ি মাটিও। অথচ, খাতায় কলমে নাকি কাজ হয়ে গিয়েছে। অভিযোগ, মোটা টাকা ঢুকেছে তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামীর পকেটে। কৃষ্ণনগর ২ নম্বর ব্লকে একশো দিনের কাজের টাকা আত্মসাতের অভিযোগে সরব হয়েছেন গ্রামবাসীরা। যদিও তা মানতে নারাজ পঞ্চায়েত প্রধান। ঘটনাটি নদিয়ার ধুবলিয়ার।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রায় দশ বছর! অবহেলায় পড়ে রয়েছে গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা। অভিযোগ, এতটুকু সংস্কার হয়নি। অথচ, স্থানীয়দের দাবি, পঞ্চায়েত অফিসের খাতায়, এই রাস্তা তৈরির জন্য নাকি খরচ হয়ে গিয়েছে ১ লক্ষ ৭৩ হাজার টাকা। দুর্নীতির অভিযোগ উঠেছে তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং তাঁর স্বামীর বিরুদ্ধে।  


নদিয়ার কৃষ্ণনগর ২ নম্বর ব্লকের ধুবলিয়া বেলপুকুর পঞ্চায়েত তৃণমূলের দখলে। গ্রামবাসীরা এই পঞ্চায়েতের প্রধান ও তাঁর স্বামীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব। যদিও, তাঁরা মানতে নারাজ। তবে তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী অভিযোগ অস্বীকার করলেও, তদন্তের আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন।


আরও পড়ুন, Minor Rape: একা ঘরে ঘুমাচ্ছিল ছাত্রী, ঘরে ঢোকে পড়শি যুবক, তারপরই চলে ভয়ঙ্কর নির্যাতন!


Suvendu Attacks Mamata: 'ব্রাহ্মণ, আদিবাসী, রাজবংশী, কুর্মি, ওবিসি- তাই সাসপেন্ড', 'মেরুকরণে'র তাসে TMC-কে বিঁধলেন শুভেন্দু


WB Assembly: ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছে শুভেন্দু: অসিত, টেনে জামা ছিঁড়ে দিয়েছে: মনোজ


WB Assembly TMC BJP MLA Clash: বিধানসভায় 'বেনজির' রক্তারক্তি কাণ্ড! 'অনভিপ্রেত ঘটনা', তোপ স্পিকারের, ফোনে খোঁজ মুখ্যমন্ত্রীর


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)