Suvendu Attacks Mamata: 'ব্রাহ্মণ, আদিবাসী, রাজবংশী, কুর্মি, ওবিসি- তাই সাসপেন্ড', 'মেরুকরণে'র তাসে TMC-কে বিঁধলেন শুভেন্দু
"আমরা ল্যাংচাইনি, বরং ভোটের সময় ভাল পায়ে ব্যান্ডেজ বেঁধে আপনি লেংচে লেংচে গোটা রাজ্যে ঘুরে বেড়িয়েছেন", মমতাকে কটাক্ষ শুভেন্দুর
নিজস্ব প্রতিবেদন: শাসক-বিরোধী দ্বন্দ্বে বিধানসভায় ধুন্ধুমার। হতাহাতি, ধাক্কাধাক্কি, ঘুসি, জামা ছেঁড়াছিড়ি, নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ। বিজেপির (BJP) পাঁচ বিধায়ককে এক বছরের জন্য সাসপেন্ড করেছেন স্পিকার বিমান বন্দ্য়োপাধ্যায় (Biman Banerjee)। এর বিরোধিতায় সুকৌশলে মেরুকরণকে হাতিয়ার করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
দলীয় বিধায়কদের সাসপেনশনের বিরোধিতায় সোমবার সুবোধ মল্লিক স্কোয়্যারে জমায়েত করে বিজেপি (BJP)। সেখানে রাজ্যের বিরোধী দলনেতা অভিযোগ করেন, "সাসপেন্ড কারা হয়েছেন, যে সম্প্রদায়গুলো বিজেপির (BJP) ভোটার। তৃণমূলকে (TMC) ভোট দেয় না। আমি শুভেন্দু অধিকারী উচ্চবর্ণের ব্রাহ্মণ, তাই সাসপেন্ড। মনোজ টিগ্গা আদিবাসী তাই সাসপেন্ড। দীপক বর্মন রাজবংশী, তাই সাসপেন্ডেড। পুরুলিয়ার কুর্মিরা তৃণমূলকে ভোট দেয় না, তাই সাসপেন্ড হয়েছেন। ওবিসি হিন্দুরাও ভোট দেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাই শঙ্কর ঘোষ সাসপেন্ড হয়েছেন।" একই সঙ্গে এপ্রিলে বিজেপির নবান্ন অভিযান কর্মসূচিরও ঘোষণা করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
বীরভূমের রামপুরহাটে যাওয়ার আগে বিজেপি বিধায়কদের ল্যাংচা খাওয়া নিয়ে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (CM Mamata Banerjee)। এর পাল্টা রাজ্যের বিরোধী দলনেতা সোমবার বলেন, "আমরা ল্যাংচাইনি, বরং ভোটের সময় ভাল পায়ে ব্যান্ডেজ বেঁধে আপনি লেংচে লেংচে গোটা রাজ্যে ঘুরে বেড়িয়েছেন।"
আরও পড়ুন: WB Assembly: 'বিধানসভা মারপিটের জায়গা নয়, এরা রোজ অসভ্যতা করে, মার্শালকেও মেরেছে': ফিরহাদ