সব রাজনৈতিক দল টাকা নেয়, নারদকাণ্ডে টাকা নেওয়ার কথা কার্যত স্বীকার কাকলির
নারদকাণ্ডে বৃহস্পতিবার বর্ধমানের প্রাক্তন পুলিস সুপার এসএমএইচ মির্জাকে গ্রেফতার করেছে সিবিআই।
নিজস্ব প্রতিবেদন: নারদ স্টিং-কাণ্ডে টাকা নিতে দেখা গিয়েছে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। এদিন বারাসতে একটি অনুষ্ঠানে টাকা নেওয়ার কথা কার্যত স্বীকার করে নিলেন তিনি। কাকলির যুক্তি, সব রাজনৈতিক দলই টাকা নেয়। এর পাশাপাশি ষড়যন্ত্রের অভিযোগও করেছেন তৃণমূল সাংসদ।
নারদকাণ্ডে বৃহস্পতিবার বর্ধমানের প্রাক্তন পুলিস সুপার এসএমএইচ মির্জাকে গ্রেফতার করেছে সিবিআই। শনিবার ডেকে পাঠানো হয় মুকুলকে। মির্জা ও মুকুলকে মুখোমুখি বসিয়ে জেরা করেন তদন্তকারীরা। কাকলি বলেন,''নির্বাচন লড়তে সব রাজনৈতিক দল চাঁদা নেয়। আমি রিসিপ্ট দিয়েছি। সেই রিসিপ্ট জমা দেওয়া আছে। আর কী দিয়েছি, নিয়েছি বলতে পারব না।''
কাকলির দাবি, একটা ষড়যন্ত্র হয়েছিল। অনেকেই জড়িয়ে পড়েছেন। সত্য বেরিয়ে আসবে বলে বিশ্বাস করি। আদালতের নির্দেশে তদন্ত চলছে। সম্পূর্ণ সহযোগিতা করেছি।
এদিন মির্জা ও মুকুলকে মুখোমুখি বসিয়ে জেরা করে সিবিআই। জেরা পর্ব শেষে বেরিয়ে মুকুল বলেন, তদন্তকারী সংস্থাকে সাহায্য করা সুনাগরিকের কাজ। যতবার ডাকবে সহযোগিতা করব। আজ জিজ্ঞাসাবাদ করেছে। আবার প্রয়োজন হলে ডাকবে।গোটাটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ষড়যন্ত্র। যাঁরাই দুর্নীতিতে গ্রেফতার হচ্ছেন উনি বলে দিচ্ছেন মুকুল রায়ের নাম নিতে।''
আরও পড়ুন- নারদে ১ কোটি ৭০ লক্ষ কে, কাকে দিচ্ছিলেন? মুকুল-মির্জাকে বসিয়ে জানতে চাইল সিবিআই