নিজস্ব প্রতিবেদন : পুজোয় ঘুরতে বেরিয়ে একটু ফুচকা খাব না? ফুচকা না হলে চলে নাকি! আট থেকে আশি, ফুচকা প্রিয় সবার। কিন্তু সেই ফুচকাই ডেকে আনল বিপদ। দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়েছে কমপক্ষে ১৮ জন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অসুস্থদের মধ্যে শিশুরাও রয়েছে। ১৮ জন অসুস্থের মধ্য়ে ৪ জন শিশু রয়েছে বলেও জানা গিয়েছে। অসুস্থ অবস্থায় প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের জেলার বংশীহারী থানার মহাবারি গ্রামে। জানা গিয়েছে, পুজো উপলক্ষে দশমীর দিন কল্যাণী সার্বজনীনে মেলা বসেছিল। সেই মেলায় ভালই ভিড় হয়েছিল। মেলায় ছিল ফুচকার দোকান। 


অভিযোগ, ওই মেলায় যারা যারা ফুচকা খেয়েছিল, তাদের প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়েছে। পেট ব্যাথা, বমি, ডায়রিয়া সহ আরও নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি তারা। ৪ শিশু সহ মোট ১৮ জন রশিদপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থরা মুরাদপুর, ইলাসপুর, গোবিন্দপুর, কুষকারি, নিখরিপারা, সহাপুকুর গ্রামের বাসিন্দা।


আরও পড়ুন, Bankura: পুজো মিটতেই ছড়াচ্ছে ডায়রিয়া! বাঁকুড়া শহরে আক্রান্ত কমপক্ষে ১৫


এপ্রসঙ্গে ব্লক স্বাস্থ্য আধিকারিক পুলকেশ সাহা জানিয়েছেন যে, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রত্যেকের চিকিৎসা চলছে। এলাকায় মেডিক্যাল টিমকে পাঠানো হয়েছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)