close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

নিমতার দেবাঞ্জন খুনে দমদম থেকে গ্রেফতার ১

এফআইআর-এ নাম ছিল বিশাল মারুর।

Updated: Oct 19, 2019, 11:43 AM IST
নিমতার দেবাঞ্জন খুনে দমদম থেকে গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদন: নিমতার দেবাঞ্জন খুনে গ্রেফতার করা হল প্রিন্স সিংহের বন্ধু বিশাল মারুকে। শুক্রবারই বিশালকে আটক করে পুলিস। সূত্রের খবর, এরপর দফায় দফায় জিজ্ঞাসাবাদের পরই পুলিসের জালে জড়িয়ে পড়ে বিশাল। জানা গিয়েছে, এফআইআর-এ ২০ জনের নামের তালিকায় বিশালেরও নাম ছিল। নবমী রাতের পার্টিতেও উপস্থিত ছিল সে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান খুনের সঙ্গে যুক্ত রয়েছে আরও ৩, ৪ জন। মনে করা হচ্ছে তাঁদের মধ্যে একজন তরুণীও রয়েছে। 

আটকের পর বিশালকে জেরায় উঠে এসেছে ত্রিকোণ প্রেমের তথ্য। সেই সূত্র ধরেই, বিশালকে হেফাজতে নেয় পুলিস। পাশাপাশি, গতকাল রাতে টাওয়ার লোকেট করে বজবজে এক বান্ধবীর বাড়িতে প্রিন্সের সন্ধানে যায় নিমতা থানার পুলিস। যদিও তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। ওই বান্ধবী ও তার মাকে জিজ্ঞাসাবাদ এর জন্য থানায় আনা হয়। উল্লেখ্য, নবমীর রাতে সেক্টর ফাইভের যেই পাবে দেবাঞ্জনরা পার্টি করছিল  সেই পাবেও হানা দিয়ে সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। 

আরও পড়ুন: দেবাঞ্জন হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত প্রিন্স সিংকে গ্রেফতার করতে আট দলে ভাগ হয়ে তল্লাশি পুলিসের

উল্লেখ্য, প্রিন্স ও দেবাঞ্জনের বান্ধবী ছাড়াও এফআইআরে যে ২০ জনের নাম রয়েছে তাদের মধ্যে কারা কারা রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিস।