নিজস্ব প্রতিবেদন: টিভিতে চলা কার্টুনকে নকল করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল দ্বিতীয় শ্রেণির পড়ুয়ার। গলায় ফাঁস লেগে মৃত্যু হল বছর নয়ের ওই বালকের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'বাহু'-তে টিকা নিয়ে 'বাহুবলী' হয়েছেন অনেকে, সংসদে বিরোধীদের হই-হট্টগোল নিয়ে কটাক্ষ মোদীর


সোমবার সকালে ওই ঘটনা ঘটেছে নদিয়ার নাকাশিপাড়ার গোটপাড়ায়। পরিবারের সদস্যদের দাবি, সকাল এগারোটা নাগাদ ঘরে বসে টিভিতে কার্টুন দেখছিল সামিরুল সেখ(৯)। বাড়ির কাজে সে সময় ব্যস্ত ছিলেন সামিরুলের মা। সেই সময়েই কার্টুন নকল করতে গিয়ে গলায় গামছার ফাঁস দেয় সামিউল। তাতেই ভয়য়ঙ্কর ওই ঘটনা ঘটে যায়।


আরও পড়ুন-Monsoon Session: সংসদের ইতিহাসে প্রথম, ৫৬টি Obituary দিয়ে শুরু অধিবেশন  


পরিবারের দাবি, সাধারণভাবে কার্টুন দেখার সময় চিত্কার বা হাসাহাসি করত সামিরুল। কিন্তু এদিন কার্টুনের শব্দ পেলেও সামিরুলের কোনও আওয়াজ পাওয়া যায়নি। শব্দ না পেয়ে সামিরুলের মা ঘরে ঢুকে দেখেন টিভি চলছে কিন্তু গলায় গামছার ফাঁস দিয়ে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে ছেলে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)