BJP: জনতার আবেগের বিপক্ষে থাকব না, এবার পৃথক রাজ্যের দাবি উস্কে দিলেন Nisith

উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি তুলেছিলেন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা (John Barla)।

Updated By: Aug 24, 2021, 08:45 PM IST
BJP: জনতার আবেগের বিপক্ষে থাকব না, এবার পৃথক রাজ্যের দাবি উস্কে দিলেন Nisith

নিজস্ব প্রতিবেদন: উত্তরবঙ্গকে (North Bengal) আলাদা রাজ্যের দাবিতে এবার ধুঁয়ো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। তাঁর মুখেও উত্তরবঙ্গের বঞ্চনার কথা।  

মঙ্গলবার মালদহে বিজেপির শহিদ সম্মান যাত্রা কর্মসূচিতে গিয়ে নিশীথ (Nisith Pramanik) বলেন,'কলকাতার ফ্লাইওভারের যা বাজেট থাকে, সেই অর্থ গোটা উত্তরবঙ্গের জন্য বরাদ্দ থাকে না। উন্নয়নের দিক থেকে যদি প্রশ্ন করেন আমি বলব উত্তরবঙ্গে (North Bengal) যে উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি।' বার্লার আলাদা রাজ্যের দাবি নিয়ে সরাসরি কোনও উত্তর দেননি। বরং ঘুরিয়েই তিনি বলেন,'জনগণের আবেগের বিপক্ষে থাকব না। জনপ্রতিনিধি হিসেবে জনগণের আবেগকে সম্মান করা উচিত। গণতন্ত্রে জনতাই শেষ কথা। দাবি উঠতেই পারে তা কতখানি সম্ভব হবে তা জনগণই ঠিক করবে।'

বলে রাখি, উত্তরবঙ্গকে (North Bengal) আলাদা রাজ্য করার দাবি তুলেছিলেন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা (John Barla)। দিন কয়েক আগে তাঁর পাশে বসে উত্তরবঙ্গের অনুন্নয়ন নিয়ে সরব হন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। জানিয়ে দেন, আলাদা রাজ্যের দাবি অবৈধ নয়। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদকে সমর্থন করে বিজেপির রাজ্য সভাপতি বলেন, 'জন বার্লা একজন জনপ্রতিনিধি। যাঁরা তাঁকে জিতিয়েছেন তাঁদের কথা শোনা তাঁর দায়িত্ব। আওয়াজ তোলাটা তাঁর দায়িত্ব।'       

নিশীথের মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন,'হাস্যকর ও মিথ্যা অভিযোগ। বিজেপি সাজতে গিয়ে এসব কথা বলতে হচ্ছে। উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন, তা তো পরের কথা। রেলমন্ত্রী হিসেবে যতগুলি রেল দিয়েছেন এটাই স্বাধীনতার পর সব থেকে বেশি। তৎকাল বনাম আদি বিজেপির লড়াইয়ে একে অপরকে টেক্কা দিতে মিথ্যা বলতে হয়। ওঁর লড়াই তৃণমূলের বিরুদ্ধে নয়। বরং দিলীপ ঘোষ ও আরএসএসের বিরুদ্ধে।'

আরও পড়ুন- চার মাস কেটে গিয়েছে, কোভিড সম্পূর্ণ নিয়ন্ত্রণে, শীঘ্রই ভোট ঘোষণা করা উচিত: Mamata

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.