নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার রাতে কাশ্মীরের কুলগামে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন ৫ বাঙালি শ্রমিক। ঘরের ছেলেদের হারিয়ে কান্নার রোল উঠেছে মুর্শিদাবাদের সাগরদিঘিতে। ছুটে গিয়েছেন স্থানীয় সাংসদ অধীর চৌধুরী। রুজি রুটির দায়ে কাশ্মীর গিয়ে নৃশংস পরিণতির স্বীকার কেন হতে হল, জবাব চেয়ে ক্ষোভে ফুটছে গোটা রাজ্য। আর তখনই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'কাশ্মীরে কোনও বাঙালি মারা যায়নি।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



মঙ্গলবার রাত ৮টা নাগাদ কাশ্মীরের কুলগামের কাটারসুতে ৫ শ্রমিককে গুলি করে হত্যা করে জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে গুরুতর আহত হয়ে ১ শ্রমিক চিকিৎসাধীন। কাশ্মীরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সফরের দিনই এই ঘটনায় দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। প্রশ্ন উঠেছে কাশ্মীরে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে। ওদিকে ঘরের ছেলেদের হারিয়ে বিহ্বল সাগদিঘির ব্রাহ্মণী গ্রাম। এরই মধ্যে খড়গপুরে দাঁড়িয়ে দিলীপবাবু বললেন, 'কাশ্মীরে কোনও বাঙালি মারা যায়নি।' সঙ্গে কাশ্মীরের ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করেন তিনি। 


মমতার বাড়িতে কেন গিয়েছিলেন, জানতে চেয়ে শোভনকে চিঠি দিতে চলেছে বিজেপি


এদিন এক সাংবাদিকের উত্তরে রাজ্য বিজেপি সভাপতি বলেন, 'কোনও বাঙালি মারা যায়নি। যাঁরা মারা গিয়েছেন তাঁরা শ্রমিক। ওখানে আরও অনেকে মারা গিয়েছে। পাকিস্তানের মদতে সেখানে উগ্রপন্থা চলছে। আমাদের সেনা ও সরকার কাজ করছে। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।'