মমতার বাড়িতে কেন গিয়েছিলেন, জানতে চেয়ে শোভনকে চিঠি দিতে চলেছে বিজেপি
এরই মধ্যে শোভনের মমতার বাড়িতে হাজির হওয়া মোটেও ভাল চোখে দেখছে না বিজেপি। এহেন আচরণের জবাবদিহি চেয়ে শোভনকে চিঠি দিতে চলেছে তারা। বুধবার মুরলিধর সেন স্ট্রিট সূত্রে সেখবরই মিলেছে। শোভনের জবাবের উপর পরবর্তী পদক্ষেপ ঠিক করবে দল।
![মমতার বাড়িতে কেন গিয়েছিলেন, জানতে চেয়ে শোভনকে চিঠি দিতে চলেছে বিজেপি মমতার বাড়িতে কেন গিয়েছিলেন, জানতে চেয়ে শোভনকে চিঠি দিতে চলেছে বিজেপি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/10/30/215897-collage1312.jpg)
অঞ্জন রায়: মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়ে তাঁর কাছ থেকে ভাইফোঁটা নিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। বিজেপিতে যোগদানের পর দীর্ঘদিন অজ্ঞাতবাসে থাকার পর একেরবারে মুখ্যমন্ত্রীর বাড়িতে আবির্ভূত হন তিনি। তবে শোভনের এই গতিবিধি মোটেও ভাল চোখে দেখছে না বিজেপি। দলীয় সূত্রের খবর, শোভন চট্টোপাধ্যায়ের জবাবদিহি চেয়ে চিঠি দিতে চলেছে দল।
মঙ্গলবার ভাইফোঁটার দুপুরে সটান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন তাঁর বন্ধু বৈশাখি বন্দ্যোপাধ্যায়ও। সেখানে শোভনবাবুকে ভাইফোঁটা দেন মুখ্যমন্ত্রী। বিজেপিতে যোগদানের পর শোভনের ফের মমতার বাড়িতে যাওয়ায় শুরু হয় রাজনৈতিক শোরগোল। তবে কি তৃণমূলে ফিরছেন শোভন? শুরু হয় জল্পনা।
বিজেপিতে যোগদানের পর থেকেই শান্তিতে ছিলেন না শোভন ও বৈশাখি। বিজেপিতে যোগ্য মর্যাদা পাচ্ছেন না বলে অভিযোগ তাঁদের। ফলে যোগদানের পরেও বিজেপির কোনও কর্মসূচিতে দেখা যায়নি তাঁদের। এখনো পর্যন্ত একবারই বিজেপির রাজ্য সদর দফতরে গিয়েছিলেন শোভন। সেদিনের ঘটনাক্রম নিয়েও বিবাদ রয়েছে।
এরই মধ্যে শোভনের মমতার বাড়িতে হাজির হওয়া মোটেও ভাল চোখে দেখছে না বিজেপি। এহেন আচরণের জবাবদিহি চেয়ে শোভনকে চিঠি দিতে চলেছে তারা। বুধবার মুরলিধর সেন স্ট্রিট সূত্রে সেখবরই মিলেছে। শোভনের জবাবের উপর পরবর্তী পদক্ষেপ ঠিক করবে দল।
ভারতের পাশে রয়েছি, কাশ্মীর ঘুরে দেখে বার্তা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের
নাম না প্রকাশের শর্তে রাজ্য বিজেপির এক নেতা জানিয়েছেন, 'শোভনবাবু ঠিক কী চাইছেন তা তাঁকে জানাতে হবে। দু'নৌকায় পা দিয়ে চলা যাবে না। বিজেপি একটি অত্যন্ত শৃঙ্খলাপরায়ন দল। দলবিরোধী কোনও কাজ বরদাস্ত হবে না।'