উত্তরবঙ্গে চিতাবাঘ আতঙ্ক, শিকার ধরতে লোকালয়ে হাজির পশু!
যা দেখে আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার অবস্থা ওই এলাকার বাসিন্দাদের।
নিজস্ব প্রতিবেদন: ফের চিতাবাঘ আতঙ্ক গ্রাস করল পেশক রোড এলাকাটিকে। বন ছেড়ে মূল রাস্তায় এসে গেল একটি চিতাবাঘ। যা দেখে আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার অবস্থা ওই এলাকার বাসিন্দাদের। পেশক রোডটি সিকিম এবং কালিম্পং যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ও মূল রাস্তা। সেখানে এমন চিতাবাঘ দেখতে পাওয়ার ঘটনায় চিন্তায় স্থানীয় থেকে পর্যটকেরাও।
জানা গিয়েছে গতকাল রাতেই রাস্তার ধারে চিতাবাঘটিকে দেখা যায়। দার্জিলিং থেকে কালিম্পং কিংবা সিকিম যেতে হলে এই পথেই যেতেই হয়৷ শুধু তাই নয়, তিস্তা ভ্যালি পৌঁছতে হলেও এই রাস্তাই ভরসা পর্যটকদের। এমন একটি গুরুত্বপূর্ণ রাস্তায় চিতাবাঘের দর্শনে রীতিমতো ত্রস্ত এলাকাবাসী৷
একটি গাড়ি রাতে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকাই দেখতে পায় চিতাবাঘটিকে। কিছুদিন আগে দার্জিলিঙের Tougher hill মন্দিরে যাওয়ার রাস্তায় একটি ভালুকের দর্শন মেলে। সিসিটিভি ফুটেজে তা দেখতে পাওয়া গিয়েছিল। বন্যপ্রাণীদের লোকালয়ে হাজির হওয়া নিয়ে উদ্বেগ ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন, Malda: কন্যা হওয়ায় 'ফেলনা' স্ত্রী, হাসপাতালে রেখে পালানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে
প্রসঙ্গত, উত্তরবঙ্গে প্রায়শই দেখা মেলে বন্য প্রাণীর। হাতি কিংবা ভালুকের লোকালয়ে চলে আসার খবরও নতুন নয়। কিছুদিন আগেই মালবাজার মহকুমার মেটেলি চাবাগানে মার্মান্তিক ঘটনা ঘটেছিল। ভালুকের আক্রমণে মৃত্যু হয় এক কিশোরের। অভিযোগ, পরে প্রাণীটিকে পিটিয়ে মারে উত্তেজিত জনতা। গোটা ঘটনায় তটস্থ ছিল এলাকা।
স্থানীয় সূত্রে খবর, মালবাজার মহকুমার মেটেলি চাবাগানে একটি ভালুক চলে আসে। এলাকায় খবর রটতেই ভিড় করেন সাধারণ মানুষ। হইহই করে সকলে ভালুক দেখতে যান। ছবি তোলার হিড়িক পড়ে যায়। এরপরই ঘটে বিপত্তি। ভালুক দেখতে গিয়ে আক্রমণে মৃত্যু হয় এক যুবকের। মৃতের নাম দীপেশ খালকো, বয়স ২১। খবর পেয়ে ঘটনাস্থলে যান খুনিয়া রেঞ্জ-সহ বন দফতরের আধিকারিকরা।