নিজস্ব প্রতিবেদন: পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু ঘিরে উত্তপ্ত আমতা। লরিতে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। আমতা-রানিহাটি পথ অবরোধ করে চলছে বিক্ষোভ। মৃত ব্যক্তির নাম জামিরুল হক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



আমতার বাসিন্দা জামিরুল হত কলকাতার একটি আসবাবপত্রের দোকানে কাজ করেন। প্রতিদিনের মতো  কাজে যাওয়ার জন্য মঙ্গলবারও বাড়ির অদূরে বাস ধরতে দাঁড়িয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, পিছন থেকে একটি লরি তাঁকে ধাক্কা মারে। তিনি রাস্তাতেই পড়ে যান। কিন্তু চালক লরি না থামিয়ে গাড়ি চালিয়ে দেন। লরির পিছনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় জামিরুলের।


১২ জন কাউন্সিলর বিজেপিতে, বনগাঁ পুরসভা কার দখলে? আজ আস্থাভোটে ভাগ্য নির্ধারণ


এরপরই ক্ষেপে ওঠেন স্থানীয় বাসিন্দারা। তাড়া করে লরিটিকে ধরে ফেলেন তাঁরা। চালক পালিয়ে গেলেও লরিতে আগুন ধরিয়ে দেন ক্ষুব্ধ জনতা। এরপরই আমতা-রানিহাটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ খানিকটা বেগ পেতে হয় পুলিসকে। দেড় ঘণ্টা ধরে চলে অবরোধ। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।