রাজ্যে জ্বরে মৃত্যু ব্যবসায়ীর!
পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন বছর বিয়াল্লিশের মসিউর রহমান নামে ওই ব্যক্তি।
নিজস্ব প্রতিবেদন: ফের রাজ্যে জ্বরে মৃত্যু হল এক ব্যবসায়ীর। উত্তর ২৪ পরগনার দেগঙ্গার হাদিপুর-ঝিকড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হাতিপাড়ার বাসিন্দা তিনি। মৃত ব্যবসায়ীর নাম মসিউর রহমান।
আরও পড়ুন: গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে
পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন বছর বিয়াল্লিশের মসিউর রহমান নামে ওই ব্যক্তি। গত বৃহস্পতিবার স্থানীয় চিকিত্সককে দেখানো হয় তাঁকে। তিনি রক্ত পরীক্ষা করতে বলেন। পরিবারের দাবি, রক্তের রিপোর্টে এনএসওয়ান পজিটিভ লেখা থাকে। রিপোর্ট বলছে, প্লেটলেট ২৪ হাজারের নীচে নেমে গিয়েছিল মসিউরের। দুদিন পর ব্যবসায়ীর পেট ফুলতে শুরু করে। এরপর পরিবারের সদস্যরা তাঁকে বারাসতের একটি হাসপাতালে ভর্তি করান। অভিযোগ, সেখানে তাঁর ডায়েরিয়ার চিকিত্সা শুরু করা হয়।
বিষয়টি বুঝতে পেরে মসিউরকে তাঁর পরিবারের সদস্যরা কলকাতার আরজিকর হাসপাতালে নিয়ে যান। চিকিত্সা শুরু করা হলেও, সেখানেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সোমবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মসিউরকে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। ডেথ সার্টিফিকেটে মাল্টিঅরগ্যান ফেলইওরের কথা উল্লেখ রয়েছে।