গ্রামের মাঠের মধ্যে দাঁড়িয়ে হাতির পাল, ত্রস্ত এলাকাবাসী
মনে করা হচ্ছে, একটি হাতির পাল-ই বিভিন্ন জায়গায় ঘুরছে।
নিজস্ব প্রতিবেদন : ফের হাতির আতঙ্ক৷ এবার বীরভূমের মহম্মদবাজার ব্লকে হাতির হামলার আতঙ্ক ছড়িয়েছে৷ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন, জয়নগরকাণ্ডের তদন্তভার CID-কে, CCTV ফুটেজ দেখে গ্রেফতার ৪ সন্দেহভাজন
মহম্মদবাজার ব্লকের কাপিষ্টা পঞ্চায়েতের অন্তর্গত জিন্দারপুর গ্রাম ও নবগ্রাম। জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয়রা হঠাত্ই দেখতে পান গ্রামের মধ্যে হাতির পাল ঢুকে পড়েছে। হাতির একটি দল গ্রামের মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে। এদৃশ্য দেখার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের মধ্যে।
আরও পড়ুন, থার্ড লাইনে কাজ, শুক্রবার থেকে ৩ দিন বর্ধমান-হাওড়া মেন শাখার লোকাল ট্রেন বাতিল
প্রসঙ্গত, হাতির পালের উপদ্রব এই প্রথম নয়। গত বুধবার দিনও হাতির পাল ঢুকে পড়েছিল। বীরভূমের রাজনগর ব্লকে সেদিন হাতির পালের দেখা মিলেছিল। মনে করা হচ্ছে, ওই হাতির পালটি-ই এবার কাপিষ্টা এলাকায় ঢুকে পড়েছে।
আরও পড়ুন,হেডফোন কানে লাইন পার দুই যুবতীর, বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় আহত নিত্যযাত্রী
খবর দেওয়া হয়েছে বব দফতরকে। গ্রামবাসীরাও নানাভাবে হাতির পালকে তাড়ানোর জন্য চেষ্টা করছে।