নিজস্ব প্রতিবেদন: বেহালার সরশুনাতে শীঘ্রই শুরু হতে চলেছে বিএড কলেজ। শুক্রবার বেহালা শকুন্তলা পার্ক বাস স্ট্যান্ড লাগোয়া একটি বাজারের প্রাথমিক উৎপাদন করে এ খবর জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন তিনি বলেন প্রাথমিকভাবে সরশুনা কলেজের ভেতরে যে ফাঁকা জায়গা রয়েছে সেখানেই এই বিএড কলেজ তৈরি করা হবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: রেল কেলেঙ্কারি মামলায় চার্জশিট কলকাতা পুলিসের, নাম নেই মুকুলের


জানা গিয়েছে, কলেজ তৈরির বিষয়ে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করেছেন পার্থ চট্টোপাধ্য়ায়। পাশাপাশি শিক্ষামন্ত্রী জানান যে, আগামী ১১ অক্টোবর বেহালা পলিটেকনিক কলেজ উদ্বোধন করা হবে। ফলে এলাকার যুবক-যুবতূরা কারিগরি শিক্ষার সুযোগ নিজেদের এলাকার মধ্যে পাবেন। এ দিকে যে বাজারটি তিনি উদ্বোধন করেছেন। সেই বাজার লাগোয়া একটি চারতলা বাজার তৈরি করা হবে বলেও জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।