ওয়েব ডেস্ক: দার্জিলিংয়ে দিলীপ ঘোষের আক্রান্ত হওয়ার ঘটনায় বিজেপিকেই দায়ী করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বললেন, অশান্তি ছড়াতেই পাহাড়ে গিয়েছেন দিলীপবাবু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার দার্জিলিংয়ে প্রকাশ্যে নিগৃহীত হন দিলীপ ঘোষ ও তাঁর সঙ্গীসাথীরা। ২৪ ঘণ্টায় সেই খবর সম্প্রচারিত হতেই সাংবাদিক বৈঠকে বসেন পার্থ চট্টোপাধ্যায়। বলেন, পাহাড় এখন অত্যন্ত স্পর্শকাতর অবস্থায় রয়েছে। সেখানে কী করতে গিয়েছিলেন দিলীপবাবু? পার্থবাবুর দাবি, পাহাড় পরিস্থিতি অত্যন্ত ধৈর্য ধরে সমাধানের চেষ্টা করছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে সেখানে গিয়ে কুরুচিকর কথাবার্তা বলছেন দিলীপবাবু। যার ফলে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে।


আরও পড়ুন - দার্জিলিংয়ে প্রকাশ্যে নিগৃহীত দিলীপ ঘোষ, আশ্রয় নিলেন থানায়


দার্জিলিংয়ের ঘটনাক্রমের ওপর তৃণমূল কংগ্রেস নজর রাখছে বলে মন্তব্য করেন তিনি। পাহাড়ের বাসিন্দাদের 'ভাই বোন' বলে উল্লেখ করে তিনি বলেন, পাহাড়ের উন্নয়নে সর্বতভাবে সাহায্য করবে রাজ্য সরকার। সেজন্য অন্যান্য রাজনৈতিক দলগুলিকে দায়িত্বজ্ঞানের পরিচয় দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।