বিধাননগর পুরসভায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব: দুই কাউন্সিলরের বিরুদ্ধে মামলা মেয়রের
পুরসভা এক। মেয়র-কাউন্সিলরও একই দলের। তবু দুপক্ষের লড়াই ঘিরে এখন জমজমাট বিধাননগর পুরসভা। পুরসভারই দুই কাউন্সিলরের বিরুদ্ধে জলাজমি বুজিয়ে বেআইনি নির্মাণের অভিযোগে মামলা রুজু করেছেন মেয়র সব্যসাচী দত্ত। মামলা বেআইনি বলে পাল্টা চিঠি দিয়ে মামলা তোলার হুঁশিয়ারি দিয়েছেন এক কাউন্সিলর।
![বিধাননগর পুরসভায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব: দুই কাউন্সিলরের বিরুদ্ধে মামলা মেয়রের বিধাননগর পুরসভায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব: দুই কাউন্সিলরের বিরুদ্ধে মামলা মেয়রের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/06/22/88121-mayor-sabyasachi-dutta.jpg)
ওয়েব ডেস্ক: পুরসভা এক। মেয়র-কাউন্সিলরও একই দলের। তবু দুপক্ষের লড়াই ঘিরে এখন জমজমাট বিধাননগর পুরসভা। পুরসভারই দুই কাউন্সিলরের বিরুদ্ধে জলাজমি বুজিয়ে বেআইনি নির্মাণের অভিযোগে মামলা রুজু করেছেন মেয়র সব্যসাচী দত্ত। মামলা বেআইনি বলে পাল্টা চিঠি দিয়ে মামলা তোলার হুঁশিয়ারি দিয়েছেন এক কাউন্সিলর।
বিধাননগর পুরসভায় ধুন্ধুমার। মেয়র বনাম দুই কাউন্সিলরের লড়াই এখন প্রকাশ্যে। এলাকার একটি জলাজমি বুজিয়ে বেআইনি নির্মানকে ঘিরেই বিবাদের শুরু। পুরসভারই দুই কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন মেয়র সব্যসাচী দত্ত। ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব নস্কর এবং প্রবীর সদ্দার। দুই কাউন্সিলরের বিরুদ্ধেই জলাজমি ভরাটের অভিযোগ তুলেছেন খোদ বিধাননগর পুরসভার মেয়র সব্যসাচী দত্ত।
লিখিত আকারেঅভিযোগ পৌছেও গেছে জেলা শাসক, পরিবেশ মন্ত্রী, পুলিস কমিশনার এবং ভূমি সংস্কার দফতরে। গোটা ঘটনা খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে FIR এর নির্দেশ দিয়েছেন জেলা শাসক। কলঙ্ক গায়ে মাখতে নারাজ কাউন্সিলরাও। পাল্টা মেয়রকেই তোপ দেগেছেন তাঁরা। ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার জয়দেব নস্কর পাল্টা চিঠি দিয়েছেন মেয়রকে। মেয়রের রুজু করা মামলাকে বেআইনি বলে তোপ দেগেছেন ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব নস্কর।দ্রুত তা প্রত্যাহারের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জলাজমি বোজানো ঘিরে মেয়র-কাউন্সিলর তরজায় ফের প্রকাশ্যে, এসেছে শাসসদলের দলীয় সংঘাত, গোষ্ঠী কোন্দলের পুরনো ছবি।