Darjeeling Mail: লেভেল ক্রসিংয়ে প্রবল শব্দে দাঁড়িয়ে পড়ল দার্জিলিং মেল, কারণ জেনে অবাক রেলকর্মীরা
Darjeeling Mail: জলপাইগুড়ি নাগরিক মঞ্চের সদস্য কার্তিক চন্দ্র দাস জানান, এই ঘুমটি এলাকায় যানজট সমস্যা নিত্যকার। আর এই নিয়ে আমরা জলপাইগুড়ি নাগরিক মঞ্চের পক্ষ থেকে রেলের কাছে বহু আবেদন নিবেদন করেছি
প্রদ্যুত্ দাস: জলপাইগুড়ি স্টেশন থেকে নির্দিষ্ট সময়ে ছাড়বার পর স্টেশন থেকে সামান্য দূরে গিয়ে ৩ নম্বর ঘুমটির কাছে আওয়াজ করে দাঁড়িয়ে পড়ে দার্জিলিং মেল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় ওই ঘটনায় তীব্র যানজট শুরু হয়ে যায় এলাকায়। ট্রেন দাঁড়িয়ে যাওয়ায় টর্চ হাতে ছুটে আসে গার্ড। খবর পেয়ে ছুটে আসে রেল পুলিস এবং রেল কর্মীরা। তারা দেখতে পান ট্রেনের চেন টানা রয়েছে। এরপর তারা সমস্যা মিটিয়ে ফের ট্রেন চালু করে চলে যান।
আরও পড়ুন-শুক্রবার থেকে শুরু শীতের দ্বিতীয় ইনিংস, একলাফে পারদ নামতে পারে অনেকটাই
জলপাইগুড়ি নাগরিক মঞ্চের সদস্য কার্তিক চন্দ্র দাস জানান দার্জিলিং মেল যাবে বলে ওই সময় আগে থেকেই রেল গেট আটকানো ছিল। যার ফলে এলাকায় যানজট ছিলই। আচমকাই প্রায় ২০ মিনিট ট্রেন অতিরিক্ত দাঁড়ানোর ঘটনায় তীব্র যানজট সৃষ্টি হয় এলাকায়। এতে পথচারী এবং অফিস ফেরত নিত্যযাত্রীদের অসুবিধায় পড়তে হয়। তিনি আরও বলেন এই ঘুমটি এলাকায় যানজট সমস্যা নিত্যকার। আর এই নিয়ে আমরা জলপাইগুড়ি নাগরিক মঞ্চের পক্ষ থেকে রেলের কাছে বহু আবেদন নিবেদন করেছি। কিন্তু সমস্যার সমাধান হয়নি। এখানে যদি RUB থাকতো তবে ট্রেনে থাকা কয়েকশ যাত্রীর জন্য কয়েক হাজার সাধারণ মানুষকে আজ যন্ত্রণা ভোগ করতে হতো না।
ঘটনায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সদস্য পার্থ রায় বলেন, জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেন ছাড়বার পর এস-৬ কামরায় থাকা কেউ একজন চলন্ত দার্জিলিং মেলের চেন টেনে দেয়। চেন টানার ফলে ট্রেন দাঁড়িয়ে যায়। এরপর আধিকারিকেরা গিয়ে বিষয়টি খতিয়ে দেখে ফের ট্রেন নিয়ে NJP চলে যায়।ঘটনায় প্রায় ২০ মিনিট ট্রেন দাঁড়িয়ে থাকে। অভিযুক্তকে এখোনও চিহ্নিত করা যায়নি। তার খোঁজ চালাচ্ছে রেল পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)