যন্ত্রণায় কাতরাচ্ছেন চালক, গ্রামবাসীর ব্যস্ত উল্টে যাওয়া ট্রাক থেকে আঙুর চুরিতে
দুর্ঘটনার খবর পেয়ে গ্রামের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। তখনই দেখা গেল ওই অমানবিক দৃশ্যের
![যন্ত্রণায় কাতরাচ্ছেন চালক, গ্রামবাসীর ব্যস্ত উল্টে যাওয়া ট্রাক থেকে আঙুর চুরিতে যন্ত্রণায় কাতরাচ্ছেন চালক, গ্রামবাসীর ব্যস্ত উল্টে যাওয়া ট্রাক থেকে আঙুর চুরিতে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/24/114808-8888.jpg)
নিজস্ব প্রতিবেদন: অমানবিক বললেও কম বলা হয়। দুর্ঘটনায় আশঙ্কাজনক ট্রাকের চালক রাস্তার পাশে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন আর উল্টে যাওয়া ট্রাকের আঙুর লুট করে নিচ্ছে আসপাশের লোকজন। এমনই অমানবিক দৃশ্যের সাক্ষী রইলো বীরভূমে পানুরিয়া গ্রাম।
বীরভূমের সদাইপুর থানার পানুরিয়ায় শনিবার সকালে একটি আঙুর ভর্তি ট্রাক দুর্ঘটনায় পড়ে। জাতীয় সড়ক দিয়ে দুরন্ত গতিতে আসা ট্রাকটি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে ধাক্কা মারে রাস্তার পাশের একটি গাছে। প্রবল ধাক্কায় সেটি ছিটকে গিয়ে পাশের জমিতে উল্টে যায়।
আরও পড়ুন-রাম নিয়ে রবিবার লঙ্কাকাণ্ড! মুখোমুখি বিজেপি-তৃণমূল
দুর্ঘটনার খবর পেয়ে গ্রামের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। তখনই দেখা গেল ওই অমানবিক দৃশ্যের। পাশে পড়ে যন্ত্রণায় কাতারাচ্ছেন লরির চালক। তাঁর দিকে কারেও কোনও নজর নেই। বরং উল্টে যাওয়া ট্রাকের আঙুর তুলতে ব্যস্ত গ্রামবাসীরা। কিছুক্ষণের মধ্যেই সাফ এক লরি আঙুর।