Modi wishes Matus: মতুয়া মেলা উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর, দিতে পারেন ভার্চুয়াল ভাষণও
হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস উপলক্ষ্যে বুধবার রাজ্যে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার
নিজস্ব প্রতিবেদন: হরিচাঁদ ঠাকুরের ২১১তম জন্মতিথিতে মতুয়া মেলা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৯ মার্চ শুরু হচ্ছে ওই মেলা। ওই মেলায় ভার্চুয়ালি প্রধানমন্ত্রী ভাষণও দিতে পারে বলে জানা যাচ্ছে।
প্রধনমন্ত্রীর শুভেচ্ছাবার্তা নিয়ে সাংসদ শান্তনু ঠাকুর জানিয়েছেন, হরিচাঁদ ঠাকুরের কর্মকাণ্ডের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা মতুয়াদের কাছে অনেক আনন্দের। অনেক বড় পাওনা। আগামী ২৯ মার্চ মতুয়া ধর্মমেলায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস উপলক্ষ্যে বুধবার রাজ্যে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। মতুয়াদের মন পেতে অধিকাংশ দলকেই ঝাঁপাতে দেখা গিয়েছে। লোকসভা ভোটের আগে খোদ প্রধানমন্ত্রী বাংলাদেশে হরিচাঁদ ঠাকুরের জন্মস্থানে গিয়েছিলেন বলে অভিযোগ করে থাকে বিরোধীরা। রাজ্যের ছুটি ঘোষণা নিয়ে শান্তুনু ঠাকুর বলেন, কেউ যদি ভালো কাজ করে থাকে তাহলে খুব ভালো।
অন্যদিকে, প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তা পাঠানোর খবর নিয়ে মমতাবালা ঠাকুর বলেন, প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তা পাঠান তাহলে খুবই ভালো কথা। তবে এমন কোনও শুভেচ্ছাবার্তা আমার কাছে আসেনি।
আরও পড়ুন-সুদের টাকা চাইতেই খুন! শ্রীরামপুরে মহিলা খুনে গ্রেফতার ১