বিজেপির রথ উদ্বোধন করতে পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী?
১৪ ডিসেম্বর বীরভূমে রথযাত্রার উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
নিজস্ব প্রতিবেদন: বিজেপির রথযাত্রার উদ্বোধনে ফের পশ্চিমবঙ্গে আসেত চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বিজেপি সূত্রে এমন সম্ভাবনার কথাই জানা গিয়েছে। আগামী ১৪ ডিসেম্বর বীরভূমে যে রথযাত্রা শুরু হবে তার উদ্বোধন করতে পারেন নরেন্দ্র মোদী।
বিজেপির তরফে প্রকাশিত প্রথম নির্ঘণ্ট অনুসারে বীরভূমে রথযাত্রার উদ্বোধন হওয়ার কথা ছিল ৫ ডিসেম্বর। উদ্বোধন করার কথা ছিল বিজেপি সভাপতি অমিত শাহের। কিন্তু তেলেঙ্গানার ভোটের প্রচারে শাহ ব্যস্ত থাকায় ওই কর্মসূচি ১৪ ডিসেম্বর পিছিয়ে দেয় বিজেপি। সূত্রের খবর, তারাপীঠে সেই রথযাত্রারই উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিধানসভায় বেনজির কাণ্ড: স্পিকারের গৃহীত সিদ্ধান্ত বাতিল হল বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে
বিজেপির দেওয়া নির্ঘণ্ট অনুসারে আগামী ৭ ডিসেম্বর কোচবিহার থেকে রওনা দেবে বিজেপির প্রথম রথ। ৯ ডিসেম্বর রথ চলবে গঙ্গাসাগর থেকে। দুটি রথেরই উদ্বোধন করবেন বিজেপি সভাপতি অমিত শাহ। ২০১৯-এর ১৬ জানুয়ারি কলকাতায় পৌঁছবে তিনটি রথ। এর পরই ব্রিগেডে সভা করবে বিজেপি। সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাজির তো থাকবেনই। হাজির থাকবেন বিজেপিশাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রের মন্ত্রীরা।