নিজস্ব প্রতিবেদন: খাদ্যে বিষক্রিয়া। সেই খাবার খেয়ে অসুস্থ একই এলাকার ৫৮ জন। শনিবার রাত থেকে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থদের দেখতে রাতেই হাসপাতালে যান বিধায়ক। গোটা ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার কান্দারপাড়া গ্রামে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা সন্তু ভুঁইঞা নামে একজনের বাড়িতে ছাদ ঢালাই উপলক্ষে পুজো ছিল এবং খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে আমন্ত্রিত ছিলেন জীবনতলা থানার কান্দারপাড়া গ্রামের বহু মানুষ। স্থানীয় সূত্রে খবর, সেই অনুষ্ঠানের খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়েন ৫৮ জন। যাঁদের মধ্যে ৫ জন শিশুও রয়েছে।


আরও পড়ুন: Weather Today: পঞ্চমীর সকালে বৃষ্টিতে ভিজল মহানগর, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?


আরও পড়ুন: Post Poll Violece: নন্দীগ্রামে বিজেপি কর্মী খুনের ঘটনায় গ্রেফতার আরও ৯, তালিকায় শেখ সুফিয়ানের জামাই


তড়িঘড়ি তাঁদের  মঠেরদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার রাতেই তাঁদের দেখতে হাসপাতালে যান ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। প্রয়োজনে অসুস্থদের কলকাতায় পাঠানোর ব্যবস্থা করবেন বলেও জানান বিধায়ক। হাসপাতাল সূত্রে খবর, রবিবার সকালেও স্থিতিশীল রয়েছেন অসুস্থরা। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)