মালদহে লকডাউন না মানায় কিশোরকে `বেধড়ক মার`, কাঠগড়ায় পুলিস
রেয়াত করা হল না পরিবারের লোকেদেরও!
নিজস্ব প্রতিবেদন: বাবা বাড়িতে খেতে গিয়েছে। ঘাটে নৌকা পাহারা দিচ্ছিল ছেলে। লকডাউন অমান্য করার অভিযোগে ওই কিশোরে তুলে নিয়ে বেধড়ক মারধর করল পুলিস! এমনকী, বাড়ির লোককেও রেয়াত করা হয়নি বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরে।
স্থানীয় সূত্রে খবর, আক্রান্ত কিশোরের নাম শেখ বেলাল। বাড়ি, হরিশ্চন্দ্রপুরের রশিদপুরে গ্রামে। বাবা শেখ জামাল পেশায় মাঝি। হরিশ্চন্দ্রপুরেরই গোবরাঘাট এলাকায় যাত্রীদের নদী পারাপার করান তিনি। পরিবারের লোকেদের দাবি, রোজকার মতোই রাতে বাড়িতে খেতে এসেছিলেন জামাল। তাঁর নৌকাটি তখন বাঁধা ছিল ঘাটে। সেই নৌকাটিই পাহারা দিচ্ছিল বছর পনেরোর শেখ জামাল।
আরও পড়ুন: ভ্যাকসিন নেওয়ার টোকেন বিক্রি হচ্ছে মোটা টাকায়, ধুন্ধুমার জলপাইগুড়ি
তারপর? অভিযোগ, স্থানীয় ভালুকা ফাঁড়ির এএসআই তোফাজ্জল হক, শেখ বেলাল তুলে নিয়ে যান এবং ফাঁড়ির লক-আপে বেধড়ক মারধর করেন। রীতিমতো অসুস্থ হয়ে পড়ে ওই কিশোর। রাতে প্রথমে বাড়িতে স্য়ালাইন দেওয়া হয়, পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিয়ে যাওয়া হয় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। এমনকী রেহাই পাননি পরিবারের লোকেরাও। লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে চাঁচলের মহকুমা পুলিস আধিকারিক।
আরও পড়ুন: ঘরেই ডাক্তার-অক্সিজেন-ওষুধ পাবেন করোনা উপসর্গ থাকা রোগীরা, সিউড়িতে চালু 'চলমান চেম্বার'
প্রসঙ্গত, করোনা মোকাবিলায় রাজ্যে ১৫ দিনের জন্য় কার্যত লকডাউন ঘোষণা করেছে সরকার। জরুরি পরিষেবা সবকিছুই বন্ধ। চলছে না লোকাল ট্রেনও। নির্দিষ্ট সময়ে খুলছে বাজার-দোকান। বিধি নিষেধ কার্যকর করতে পুলিসের তত্পরতাও তুঙ্গে।