ভ্যাকসিন নেওয়ার টোকেন বিক্রি হচ্ছে মোটা টাকায়, ধুন্ধুমার জলপাইগুড়ি

শঙ্করলালবাবু আরও বলেন, কিছু লোক টোকেন তুলে তা ৫০০ টাকায় বিক্রি করেছে

Updated By: May 19, 2021, 11:38 PM IST
ভ্যাকসিন নেওয়ার টোকেন বিক্রি হচ্ছে মোটা টাকায়, ধুন্ধুমার জলপাইগুড়ি

নিজস্ব প্রতিবেদন: ভ্যাকসিনের লাইনেও ঢুকে পড়েছে দালালরা। এনিয়ে ধুন্ধুমার জলপাইগুড়ি ফার্মেসি কলেজে।

ভ্যাকসিন নিতে আসা কিছু লোকের দাবি, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছি।  ভ্যাকসিন নেওয়ার লিস্ট নামও লিখিয়েছি কিন্তু ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। বিক্ষোভকারীরা আটক করেন স্বাস্থ্যকর্মীদের। পুলিস এসে পরিস্থিতি সামাল দেয়।

আরও পড়ুন-রত্নাকে যেন SSKM-এ ঢুকতে না দেওয়া হয়! Super-কে চিঠি Shovan-র   

ভ্যাকসিন(Covid vaccine) দেওয়া নিয়ে গোলমাল প্রসঙ্গে জেলা স্বাস্থ্য দফতরের ডেপুটি সিএমওএইচ-৩ শঙ্করলাল ঘোষ বলেন, টিকা নিতে আসা লোকজন একটি লাইন-লিস্ট তৈরি করেছিল। সেই লিস্ট আমরা মানিনি। যারা লাইনে দাঁড়িয়েছিল তাদেরই টোকেন দেওয়া হয়েছে। ওরা এখন বলছে, আমদের লিস্ট নাম আছে কেন ভ্যাকসিন পাব না।

আরও পড়ুন-রাজ্যে দৈনিক মৃতের সংখ্যা এই প্রথম ১৫০ পার, ঊর্ধ্বমুখী সংক্রমণের হারও     

শঙ্করলালবাবু আরও বলেন, আসলে এখানে একটা দালালচক্র তৈরি হয়েছে। কিছু লোক টোকেন তুলে তা ৫০০ টাকায় বিক্রি করেছে। আজও সেরকম কিছু লোক এখানে রয়েছে। তাই লাইনে যারা দাঁড়িয়েছেন তাদেরই টোকেন দেওয়া হয়েছে। খাতায় নাম বা লিস্টের কোনও অর্থ হয় না। যারা লাইনে ছিলেন তাদেরই ভ্যাকসিন দেওয়ার টোকেন দেওয়া হচ্ছে।

.