বরুণ সেনগুপ্ত: গোপন সূত্রে খবর ছিল। সেই খবরের উপরে ভিত্তি করে মঙ্গলবার রাতে জগদ্দলের দুটি জায়গায় হানা দেয় জগদ্দল থানার পুলিস। দুটি জায়গার মধ্যে একটি হল আটচালা বাগান ও এবং দ্বিতীয়টি হল পরিত্যক্ত মেঘনি মিল। ধৃতদের জেরা করতেই বেরিয়ে পড়ে অর্জুন সিংয়ের বাড়িতে বোমা মারার ঘটনায় জড়িত ২ অভিযুক্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-খুবলে নেওয়া কান! পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্য়ুতে চাঞ্চল্য


আটচালা বাগানে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করে পুলিস। এরা হল সোনু জয়সোয়াল ওরফে তিলুয়া এবং রোহিত সাউ ওরফে টাকলা। পুলিসের দাবি, এরা দুজনেই অর্জুন সিংয়ের বাড়িতে বোমা মারার ঘটনায় জড়িত ছিল। 


অন্যদিকে, পরিত্যক্ত মেঘনি মিলে হানা দিয়ে পুলিস ৩ জনকে গ্রেফতার করে। এরা হল রাহুল ঠাকুর, সিকান্দার দাস ও সুমিত দাস। ধৃত ৫ জনের কাছ থেকে  একটি নাইন এমএম পিস্তল, একটি দেশি পিস্তল, একটি পাইপ গান ও বেশ কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করে। ধৃতদের আজ ব্যারাকপুর আদালতে তোলা হয়।


উল্লেখ্য়, গত বছর ৮ সেপ্টেম্বর সাতসকালে সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে বোমা মেরে উধাও হয়ে যায় কয়েকজন দুষ্কৃতী। সাংসদের বাড়ির সামনে সিআরপিএফ (CRPF) পাহারা থাকাকালীন বোমা ছুড়ে পালায় দুষ্কৃতীরা। পরপর মোট ৩টি বোমা মারা হয় অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে। ঘটার দিন অর্জুন সিং ছিলেন দিল্লিতে। ওই হামলার পর এনিয়ে সরব হন তত্কালীন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি টুইট করেন,'পশ্চিমবঙ্গে হিংসার শেষ দেখা যাচ্ছে না। সাংসদের বাড়ির সামনে বোমাবাজি আইনশৃঙ্খলার পক্ষে উদ্বেগজনক।'


অন্যদিকে, সেইসম এনিয়ে দিলীপ ঘোষ মন্তব্য করেন, 'এটা ওঁর বাড়ির সামনের রোজকার ঘটনা হয়ে গিয়েছে। অর্জুন সিংয়ের মতো নেতাকে নতমস্তক করা যাচ্ছে না সেই কারণেই এই চেষ্টা। তাঁর পরিবার, ব্যবসা সমস্তকিছু দিয়ে অর্জুন সিংকে উক্তত্য করার চেষ্টা করছে। আজ থেকে নয় আড়াই বছর ধরে যেদিন থেকে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন এটা হয়ে আসছে। অর্জুন সিং তার যোগ্য জবাব দিচ্ছেন।'


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)