নিজস্ব প্রতিবেদন: ভোটের আগে সমাজবিরোধীদের ধরতে গিয়ে আক্রান্ত হাবড়া থানার পুলিস। মত্ত অবস্থায় পুলিসকে মেরে নাক ফাটিয়ে দেওয়া হয়। ঘটনায় আটক ২। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




সোমবার রাতে হাবড়ার জয়গাছি এলাকায় নাকাচেকিং চালায় পুলিস। সেসময় কয়েকজন যুবক মত্ত অবস্থায় রাস্তায় চিত্কার করছিল। কেন ওত রাতে তারা সেখানে দাঁড়িয়ে, জিজ্ঞাসা করতেই পুলিসের ওপর চড়াও হয় মত্ত যুবকরা।


আলিপুরদুয়ারে ছেলেকে বাঁচাতে গিয়ে 'খুন' বিজেপি কর্মীর মা


মহাদেব মণ্ডল নামে এক পুলিসকর্মী ঘিরে ধরে মারধর করা শুরু করে। তাঁর নাক ফেটে রক্ত বেরোতে থাকে। সেসময় খবর পেয়ে থানা থেকে পুলিস বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। 


লোকসভা ভোটের প্রচারে ৩ এপ্রিল উত্তরবঙ্গে মোদী-মমতার দ্বৈরথ
আহত পুলিস কর্মী হাবড়া হাসপাতালে চিকিত্সাধীন। পুলিসকে মারধরের অভিযোগে ২ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এরপর কয়েকজন স্থানীয় বাসিন্দা তাদের ছেড়ে দেওয়ার দাবিতে থানার সামনে জড়ো হন। পুলিস তাদের হটিয়ে দেয়।