সাইকেল আরোহীকে ধাক্কা পুলিসের গাড়ির, উত্তপ্ত জলপাইগুড়ির রাজবাড়ি পাড়া এলাকা
সাইকেল আরোহীকে ধাক্কা পুলিসের গাড়ির। জখমকে উদ্ধার না করেই, ফেলে চলে যাওয়ার অভিযোগ। এই ঘটনা ঘিরে উত্তপ্ত জলপাইগুড়ির রাজবাড়ি পাড়া এলাকা।
নিজস্ব প্রতিবেদন: সাইকেল আরোহীকে ধাক্কা পুলিসের গাড়ির। জখমকে উদ্ধার না করেই, ফেলে চলে যাওয়ার অভিযোগ। এই ঘটনা ঘিরে উত্তপ্ত জলপাইগুড়ির রাজবাড়ি পাড়া এলাকা।
আরও পড়ুন : পারিবারিক অশান্তির জেরে শাশুড়িকে খুন পুত্রবধূর
স্থানীয়দের অভিযোগ, পুলিসের ওই গাড়িতে ছিলেন এক সিভিক ভলান্টিয়ার। সাইকেল আরোহীকে ধাক্কা মারার পর তিনি গাড়ি থেকে নেমেও আসেন। কিন্তু আহত ব্যক্তিকে না তুলে, তাঁকে কোনওরকম সাহায্য না করেই তিনি ফের গাড়ি নিয়ে চলে যান বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। পরে পুলিসের অন্য একটি গাড়ি দুর্ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময়, আহত সাইকেল আরোহীকে উদ্ধার করে নিয়ে যায়। তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় বিতর্ক চরমে।
আরও পড়ুন : মারকুটে মেজাজে শীত, জেলাগুলিতে ঠান্ডায় জবুথবু দশা