নিজস্ব প্রতিবেদন: বেধড়ক লাঠিচার্জ করে তুলে দেওয়া হল অনশনরত পার্শ্বশিক্ষকদের। শনিবার এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল কল্যাণী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মমতার নির্দেশ মেনে বেহালায় শোভন-জায়া রত্নাকে নিয়ে জল নামানোর তদারকিতে মেয়র       


শনিবার সল্টলেকের বিকাশ ভবনের সামনে অনশন আন্দোলনে বসেন বিভিন্ন জেলার পার্শ্ব শিক্ষকরা। দাবি, পূর্ণ সময়ের শিক্ষকের মর্যাদা দিতে হবে তাঁদের। বিকেলেই সেখান থেকে তাদের তুলে দেয় পুলিস। বিকাশ ভবন থেকে তাঁরা চলে যান ব্যারাকপুরে। সেখানেও তাঁদের বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপর তাঁর চলে যান কল্যাণী।



সন্ধে নাগাদ কল্যাণী স্টেশন সংলগ্ন বাস টার্মিনাসে অনশনে বসেন পার্শ্বশিক্ষকরা। তাঁদের নৈতিক সমর্থন করে বিজেপি। এমনটাই খবর রাজনৈতিক মহলে। শিক্ষকরা বাস টার্মিটাসে বসতেই সেখানে চলে আসে কল্যাণী থানার পুলিস। তাঁরা একদফা অনশনকারী পার্শ্বশিক্ষকদের তুলে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু পুলিসের অনুরোধ উড়িয়ে দেন অনশনকারীরা। তখনকারমতো বিষয়টি থেমে যায়।


আরও পড়ুন-দিল্লির এইমসে অগ্নিকাণ্ড ভয়ঙ্কর আকার নেওয়ার আগে নিয়ন্ত্রণে আনল দমকল    


সন্ধে হতেই আন্দোলনকারী সরিয়ে দিতে হাজির হয় পুলিস। জোর করে তাদের তুলে দিতে চাইলে শুরু হয় ধস্তাধস্তি। এরপরই শিক্ষকদের ওপরে বেধড়ক লাঠিচার্জ করে পুলিস। এতে আহত হন বেশ কয়েকজন পার্শ্বশিক্ষক। তবে এনিয়ে মুখ খুলতে চায়নি পুলিস।