মমতার নির্দেশ মেনে বেহালায় শোভন-জায়া রত্নাকে নিয়ে জল নামানোর তদারকিতে মেয়র

টানা বৃষ্টির জেরে জলমগ্ন বেহালার একাংশ।

Updated By: Aug 17, 2019, 09:40 PM IST
মমতার নির্দেশ মেনে বেহালায় শোভন-জায়া রত্নাকে নিয়ে জল নামানোর তদারকিতে মেয়র

নিজস্ব প্রতিবেদন: চলতি সপ্তাহে বিজেপিতে যোগ দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। তারপরই তৃণমূলে শোভনের স্ত্রী রত্নার গুরুত্ব বাড়ার ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূল নেত্রী। তাঁকে নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই মতো জলমগ্ন বেহালায় পরিস্থিতি খতিয়ে দেখতে প্রাক্তন মেয়রের স্ত্রীকে সঙ্গে নিলেন উত্তরসূরী ববি হাকিম। 

টানা বৃষ্টির জেরে জলমগ্ন বেহালার একাংশ। বুধবার এয়ারপোর্ট এলাকায় পরিদর্শনে যান মেয়র ফিরহাদ হাকিম। তাঁর সঙ্গে দেখা গিয়েছে রত্না চট্টোপাধ্যায়কে। ফিরহাদ হাকিম বলেন, 'তদারকি যদি না করি, পুরকর্মীরা ভাবতে পারেন আমরা রাস্তায় আছি, আর মেয়র এসি ঘরে। অস্বাভাবিক পরিস্থিতি। ঘণ্টায় ৬ মিলিমিটার জল সরে। সেখানে বৃষ্টি হয়েছে ১৮৬ মিলিমিটার। কিছু কিছু জায়গা খিদিরপুর, মোমিনপুর, একবালপুরে ড্রেনেজের অবস্থা খারাপ। অত্যাধিক জনঘনত্বের জন্য এটা হয়েছে। নোংরা রাস্তায় ফেলেন। বৃষ্টিতে ড্রেনে চলে যায়। প্লাস্টিক ক্লিয়ার করতে হচ্ছে।' 

চলতি সপ্তাহে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শোভন চট্টোপাধ্যায়। ওই দিনই হাজরায় দলের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'পার্থ দা'কে বলছি রত্নাকে কাজে লাগাবেন। তুমি দুঃখ পেও না। শ্বশুরবাড়ি, বাপের বাড়ি আছে, তোমার পাশে তৃণমূল কংগ্রেস পরিবারও। কারও অনৈতিক কাজ করা উচিত নয়। নৈতিক কাজ করা উচিত। সারা ভারতের মহিলাদের পাশে রয়েছে তৃণমূল।'     

মমতার সেই নির্দেশের পরই স্পষ্ট হয়ে যায়, বেহালায় শোভনকে প্যাঁচে ফেলতে তাঁর স্ত্রীকে হাতিয়ার করতে চলেছে তৃণমূল। স্বভাবতই দলে গুরুত্ব বাড়বে রত্নার। এদিনও সেটাই দেখা গেল। বৃষ্টি মাথায় মেয়রের সঙ্গে ঘুরলেন রত্না চট্টোপাধ্যায়। আগামী দিনে হয়তো আরও চমক অপেক্ষা করে রয়েছে!

আরও পড়ুন- আরও একটা পুরসভা ধরে রাখতে অক্ষম হল বিজেপি, নৈহাটিতে 'তৃণমূলওয়াপসি'

.