দিল্লির এইমসে অগ্নিকাণ্ড ভয়ঙ্কর আকার নেওয়ার আগে নিয়ন্ত্রণে আনল দমকল
ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন।
নিজস্ব প্রতিবেদন: ফের আগুন লাগল দিল্লির এইমসে। শনিবার বিকেলে এমার্জেন্সি বিভাগের কাছেই লাগে আগুন। তত্ক্ষণাত্ বন্ধ করে দেওয়া হয় এমার্জেন্সি বিভাগ। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণেও আনা হয়। কিন্তু এসির কম্প্রেসর ফেটে আগুন ছড়িয়ে পড়ে ৫ তলায়। আপাতত আগুন নিয়ন্ত্রণে বলে খবর।
শনিবার বিকেল ৫টা নাগাদ এইমসের দ্বিতীয় তলার একটি অংশ আগুন লেগে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে অর্থোপেডিক ইউনিটের রোগীদের সরানো হয় অন্যত্র। বন্ধ করে দেওয়া হয় জরুরি বিভাগ।
ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২২টি ইঞ্জিন। এরপর আগুন ছড়িয়ে পড়ে তৃতীয় তলায়। আসে আরও ১২টি দমকলের ইঞ্জিন।
সাড়ে সাতটা নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন।কিন্তু এরপরই পঞ্চম তলায় ফেটে যায় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের কম্প্রেসর। ছড়িয়ে পড়ে আগুন। ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। রাতের দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। নতুন করে যাতে আগুন না ছড়ায় সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। শুরু হয়েছে কুলিং প্রক্রিয়া। আপাতত পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে দমকল। হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত নেই।
Delhi Fire Service Director, Vipin Kental on fire at All India Institute of Medical Sciences (AIIMS) Delhi: Fire is completely under control. Cooling operation is underway, they'll continue for some more time, the staff will be here to monitor that. No casualty has been reported. pic.twitter.com/TFzvl80qQ2
— ANI (@ANI) August 17, 2019
আপত্কালীন পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি দলকে মোতায়েন রাখা হয়েছিল। হাসপাতাল গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।
AIIMS Delhi: As per Delhi Fire Services&AIIMS Fire Division, fire has been put off completely. No loss/damage to life. Dr Harsh Vardhan, Min of Health&Family Welfare & Pre,AIIMS, Delhi personally monitored the efforts on-site towards extinguishing the fire®arding patient care. https://t.co/gulhno1rG5
— ANI (@ANI) August 17, 2019
কীভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকে লাগতে পারে আগুন।
আরও পড়ুন- কলকাতা চলচ্চিত্র উৎসবের ২৫তম বছরটা দেখে নেব বলেছিলাম, অভিমানী প্রসেনজিৎ