হাওড়ার ডোমজুড়ে গোপন অস্ত্র কারখানা, উদ্ধার প্রচুর অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম
১৮ জানুয়ারি ক্যানিং থেকে গ্রেফতার হয় তিন দুষ্কৃতী। তারপর একে একে সূত্র ধরে হদিশ মেলে ডোমজুড়ের গোপন অস্ত্র কারখানার।
নিজস্ব প্রতিবেদন : হাওড়ার ডোমজুড়ে মিলল গোপন অস্ত্র কারখানার হদিশ। উদ্ধার করা হল ৩টি ৭এমএম পিস্তল, ১১টি অসম্পূর্ণ ৭এমএম পিস্তল, প্রচুর ম্যাগাজিন, ১০টি লেদ মেশিন এবং ১টি ড্রিল মেশিন। শুক্রবার রাতে হাওড়া গ্রামীণ জেলা পুলিসের সঙ্গে ডোমজুড়ে হানা দেয় বারুইপুর জেলা পুলিসের স্পেশাল অপারেশনস গ্রুপ। তবে পুলিসি অভিযানের আগেই ঘটনাস্থল থেকে সকলে পালিয়ে যায়।
গোপন সূত্রে খবর পেয়ে ১৮ জানুয়ারি ক্যানিং থেকে তিন কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিস। উদ্ধার হয় ৩১৪ রাউন্ড গুলি। তাদের জেরা করেই উঠে আসে বিহারের মুঙ্গেরের দুই অস্ত্র কারবারি কালাম মহম্মদ এবং সাহেব আলমের নাম। সেই সূত্র ধরেই শুক্রবার সন্ধ্যায় অভিযান চালায় বারুইপুর জেলা পুলিসের স্পেশাল অপারেশনস গ্রুপ। তখন বারুইপুর স্টেশন চত্বর থেকে ধরা পড়ে কালাম এবং সাহেব। উদ্ধার হয় প্রচুর অস্ত্র এবং ম্যাগাজিন।
আরও পড়ুন, ককটেল ডিনারের পর যৌনতা, ভোররাতে বালিশ চাপা দিয়ে শিল্পাকে খুন রাজীবের
কালাম ও সাহেবকে জেরা করেই ডোমজুড়ের এক অস্ত্র কারবারি জাইরুল শেখের হদিশ পায় পুলিস। রাতে জাইরুল শেখকেও গ্রেফতার করে পুলিস। সেই সূত্র ধরেই ডোমজুড়ের অস্ত্র কারখানায় যৌথ অভিযান চালায় দুই জেলার পুলিস।