পুরুলিয়া সুচকাণ্ডে গোপন জবানবন্দি নিল পুলিস

Updated By: Aug 4, 2017, 09:29 PM IST
পুরুলিয়া সুচকাণ্ডে গোপন জবানবন্দি নিল পুলিস

ওয়েব ডেস্ক : পুরুলিয়ায় সুচকাণ্ডে দুজনের গোপন জবানবন্দি নেওয়া হল। মূল অভিযুক্ত সনাতনের প্রতিবেশী পাগল রায় ও ছোট পূত্রবধূ রীনা ঠাকুরের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। গোপন জবানবন্দি নেওয়া হবে বড় পুত্রবধূ রিংকি ঠাকুরেরও।  সুচকাণ্ডে ইতিমধ্যেই দোষ স্বীকার করেছে মূল অভিযুক্ত সনাতন ঠাকুর। পুলিসকে সে জানায়, মঙ্গলার সঙ্গে সংসার করার স্বপ্ন দেখেছিল সে। কিন্তু, পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ায় ওই শিশু। তাই যৌথ উদ্যোগে তাকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সনাতন ও মঙ্গলা।

আরও পড়ুন, বিন্দাস সনাতনের উদাত্ত গলায় খেলা করছে বর্ষার রাগ

.