ভোরে দুষ্কৃতী হামলায় উত্তপ্ত বীরভূম, ব্যাপক বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
বিজেপি এবং তৃণমূল দু-পক্ষের বক্তব্যই খতিয়ে দেখছে পুলিস।
নিজস্ব প্রতিবেদন: ভোরে গ্রামে দুষ্কৃতী হামলা। রাজনৈতির সংঘর্ষে ফের উত্তপ্ত বীরভূমের দুবরাজপুর। অভিযোগ বুধবার ভোরের দিকে পদুমা গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাপক বোমাবাজি শুরু হয়। বিজেপি কর্মীদের বাড়ি ও দোকান ভাঙচুর করা হয় বলেও খবর। ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা শেখ মুকুল। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
আরও পড়ুন: রাতের শহরে গাড়ি পার্কিং ঘিরে উত্তেজনা
অভিযোগ, বুধবার শেখ মুকুলের নেতৃত্বে প্রায় ৪০/৫০ জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র, বাঁশ, লাঠি নিয়ে চড়াও হয় এলাকায়। শুরু হয় ধুন্ধুমার। ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী। এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে রয়েছে দুবরাজপুর থানার পুলিস। উল্লেখ্য, একাধিকবার সংঘর্ষের কারণে শিরোনামে উঠে আসে এই এলাকার নাম। গত কয়েকদিন ধরেই রাজনৈতিক কারণে উত্তপ্ত ছিল দুবরাজ গ্রাম পঞ্চায়েতের এই এলাকা।
দু-পক্ষের বক্তব্যই খতিয়ে দেখছে পুলিস।