মোদীর সফরের ৪ দিনের মাথায় পশ্চিম মেদিনীপুরে রাষ্ট্রপতি

খড়গপুর আইআইটির সমাবর্তনে যোগ দিতে আসছেন রাষ্ট্রপতি। 

Updated By: Jul 14, 2018, 08:54 PM IST
মোদীর সফরের ৪ দিনের মাথায় পশ্চিম মেদিনীপুরে রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রীর সফরের ৪ দিনের মাথায় পশ্চিম মেদিনীপুর জেলা সফরে আসছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। খড়গপুর আইআইটির সমাবর্তনে যোগ দিতে আসছেন রাষ্ট্রপতি। 

১৬ জুলাই সোমবার কৃষক কল্যাণ সমাবেশে যোগ দিতে পশ্চিম মেদিনীপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেদিনীপুর শহরের কলেজ মাঠে ভাষণ দেওয়ার কথা তাঁর। প্রধানমন্ত্রীর সফর ঘিরে চূড়ান্ত ব্যস্ত প্রশাসন। এর মধ্যেই এল রাষ্ট্রপতির সফরের খবর। 

শুক্রবার খড়গপুর আইআইটির ৬৪তম সমবর্তনে হাজির থাকবেন রাষ্ট্রপতি। অনুষ্ঠান হবে আইআইটির টেগোর ওপেন হলে। সেদিন বিশেষ কৃতী ছাত্রদের হাতে 'ডিসটিংগুইসড অ্যালমনাস অ্যাওয়ার্ড' তুলে দেবেন রাষ্ট্রপতি। বিজ্ঞান, প্রযুক্তি, সমাজ, শিক্ষা ও শিল্পে অবদানের জন্য দেওয়া হবে এই পুরস্কার। 

সোমবার মেদিনীপুর কলেজ মাঠে কৃষকদের সামনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মোদী। তার দু'দিন আগে প্রকাশিত হল সফরসূচি। সফরসূচি অনুসারে সোমবার সকাল ৯.৫৫ মিনিটে দিল্লি বিমানবন্দর থেকে বায়ুসেনার বিমানে উঠবেন প্রধানমন্ত্রী। বেলা ১১.৫৫ মিনিটে কলাইকুন্ডা বিমানঘাঁটিতে অবতরণ করবে প্রধানমন্ত্রীর বিমান। সেখান থেকে হেলিকপ্টারে বেলা ১২.২০তে মেদিনীপুর শহরের হেলিপ্যাডে অবতরণ করবে প্রধানমন্ত্রী বিমান। বেলা ১২.৩০ মিনিটে প্রধানমন্ত্রীর সভাস্থলে পৌঁছনোর কথা। ৩ অগস্ট কলকাতায় যুবমোর্চার সভায় থাকবেন অমিত শাহ।

আরও পড়ুন- অগস্টে তৃণমূলকে 'সংখ্যা'য় চ্যালেঞ্জ ছুড়বেন অমিত শাহ!

.