বাজেট অধিবেশনের শুরুতে বিধানসভায় মুর্শিদাবাদ ধাক্কা
রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর শোক জ্ঞাপনের সময়েই প্রতিবাদে মুখর হয়ে ওঠে কংগ্রেসের পরিষদীয় সদস্যরা।
নিজস্ব প্রতিবেদন: মুর্শিদাবাদে মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জ্ঞাপনের মধ্য দিয়ে মঙ্গলবার বাজেট অধিবেশন শুরু হল বিধানসভায়। বুধবার, ২০১৮-১৯ অর্থবর্ষের বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।
এদিন সভার সূচনা পর্ব থেকেই সরগরম থেকেছে বিধানসভা। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর শোক জ্ঞাপনের সময়েই প্রতিবাদে মুখর হয়ে ওঠে কংগ্রেসের পরিষদীয় সদস্যরা। তাঁদের দাবি, রাজ্য সরকারের ব্যর্থতাতেই এমন ভয়ঙ্কর ও মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
মঙ্গলবারের অধিবেশনে সরকারের তরফে জিএসটি ও নোটবন্দিকে চ্যালেঞ্জ হিসাবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, কায়েমি স্বার্থের জন্যই যে পাহাড়কে অশান্ত করার চেষ্টা হচ্ছিল বলে মন্তব্য করেছে সরকার পক্ষ। যদিও পাহাড়ের পরিস্থিতি এখন যথেষ্টই শান্ত বলে জানানো হয়েছে।
আরও পড়ুন- জীবিত বা মৃত, একবার ওকে এনে দাও! অনর্গল বলে চলেছেন স্ত্রী
আগামী ১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অরুণ জেটলি। তার ঠিক আগের দিন অর্থাত্, বুধবার পেশ হতে চলেছে পশ্চিমবঙ্গের বাজেট। বাজেট ঘিরে স্বাভাবিকভাবেই আম জনতার উত্সাহ তুঙ্গে। এখন দেখার সে সব আশা-আশঙ্কার কথা কতটা স্থান পায় দুই অর্থমন্ত্রীর বাজেটে।