নিজস্ব প্রতিবেদন : কাটমানি নেওয়ার অভিযোগে পদ থেকে সরিয়ে দেওয়া হল রাজপুর-সোনারপুর পৌরসভার ভাইস চেয়ারম্যানকে ৷ আজ একটি সার্কুলার জারি করে তাঁকে এই পদ থেকে সরিয়ে দেন চেয়ারম্যান পল্লবকান্তি দাস ৷ ভাইস চেয়ারম্যানের পদে ছিলেন শান্তা সরকার ৷


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


শান্তা সরকারের বিরুদ্ধে কাটমানি নেওয়া থেকে আরম্ভ করে সাধারণ মানুষের সাথে খারাপ ব্যবহার করার একাধিক অভিযোগ উঠেছিল ৷ লোকসভা নির্বাচনের আগেই তাঁর নামে নানা অভিযোগ জমা পড়েছিল দলীয় নেতৄত্বের কাছে ৷ উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি শোভন চট্টোপাধ্যায়ের অনুগামী ছিলেন শান্তা সরকার ৷


পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল শ্রী অমিতাভ চৌধুরী জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে পৌরসভা আরও ভালো কাজ করে করতে পারবে ৷ মানুষ আরও ভালো পরিষেবা পাবে। এই সিদ্ধান্ত পৌরপ্রধান ও দলের সিদ্ধান্ত বলে জানান তিনি ৷ আরও বলেন, দল ভালো বুঝেছে বলেই এই সিদ্ধান্ত নিয়েছে।


আরও পড়ুন, 'কাটমানি ফেরত দিন', চন্দননগর পৌরনিগমের প্রাক্তন তৃণমূলের কাউন্সিলরের নামে পড়ল পোস্টার


এদিকে, দলের সিদ্ধান্ত নিয়ে কিছু বলতে চাননি শান্তা সরকার ৷ তাঁর বক্তব্য, এইরকম কোনও সার্কুলার এখনও তিনি পাননি। তাই এই নিয়ে কোনও মন্তব্য করতে চান না তিনি ৷ তবে পৌরসভা সূত্রে জানা গিয়েছে, সার্কুলার পৌর কর্মীর মাধ্যমে শান্তা সরকাকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷