রামনবমীতে বাইক মিছিলের অনুমতি দিল না পুলিস

 বিজেপির দাবি, অনেক আগে থেকেই এই মিছিলের অনুমতি নেওয়া ছিল। 

Updated By: Apr 13, 2019, 09:45 AM IST
রামনবমীতে বাইক মিছিলের অনুমতি দিল না পুলিস

নিজস্ব প্রতিবেদন: দক্ষিণ কলকাতা র রামনাবামির বাইক মিছিল করার অনুমতি দিল না পুলিস। বিজেপির দাবি, অনেক আগে থেকেই এই মিছিলের অনুমতি নেওয়া ছিল। শুরুতে অনুমতি দিলেও এখন মত পাল্টেছে বলে অভিযোগ বিজেপির। কাজেই বাইক মিছিল না হলেও পায়ে হেঁটেই মিছিল করবেন বলে জানিয়েছেন বিজেপি।

আরও পড়ুন: রামনবমীতে অস্ত্র মিছিল হবে, সাফ জানালেন দিলেন দিলীপ ঘোষ

এদিন কাউন্সিলার সুব্রত ঘোষের নেতৃত্বে মিছিল হওয়ার কথা ছিল। অন্যদিকে, শনিবার সকালে বিমানবন্দরে বিবেক দুবে জানিয়েছেন রামনবমীতে মিছিল সংক্রনান্ত যাবতীয় সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন। উল্লেখ্য ভোটের প্রচারে ব্যস্ত সমস্ত দল। 

রাজ্যে অশান্তির কথা মাথায় রেখে রাজ্য প্রশাসনকে সতর্ক করেছিল নির্বাচন কমিশন। তবে এবারও রামনবমীতে যে অস্ত্র নিয়ে মিছিল হবে তা সাফ জানিয়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। ইতিমধ্যেই কলকাতা ও আসানসোলেও রামনবমী উপলক্ষ্যে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

.