ভদ্রেশ্বরে সহকর্মীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, ফেরার শ্রমিক ইউনিয়নের নেতা

ধর্ষণের অভিযোগ উঠতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ইসমাইল খান একদিকে মিলের শ্রমিক অন্যদিকে সিপিএমের ট্রেড ইউনিয়ন বি সি এম ইউ এর সম্পাদক। 

Updated By: Sep 16, 2019, 03:44 PM IST
ভদ্রেশ্বরে সহকর্মীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, ফেরার শ্রমিক ইউনিয়নের নেতা

নিজস্ব প্রতিবেদন: পাশের কোয়ার্টারের সহকর্মী স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল ট্রেড ইউনিয়নের এক নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চাপদানিতে। জানা গিয়েছে, চাপদানি  নর্থ ব্রুক জুটমিলের শ্রমিক কোয়াটারে থাকেন বছর ৪৫-এর ইসমাইল খান। পাশের কোয়ার্টারেই থাকতেন তাঁর সহ কর্মী আখতার আলি ও তাঁর স্ত্রী রেশমা খাতুন (২৫)। অভিযোগ, সুযোগ বুঝে রেশমা খাতুনের ওপর চড়াও হন ইসমাইল। 

ধর্ষণের অভিযোগ উঠতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ইসমাইল খান একদিকে মিলের শ্রমিক অন্যদিকে সিপিএমের ট্রেড ইউনিয়ন বি সি এম ইউ এর সম্পাদক। বেশ এনেকদিনই একই কোয়ার্টারে থাকতেন তাঁরা। ঘটনায় এফআইআর দায়ের করেছে রেশমা খাতুনের পরিবার। অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছে শ্রমিকমহল।  উল্লেখ্য ঘটনার পর থেকেই বেপাত্তা ইসমাইল। তার খোঁজ চালানো হচ্ছে। ঘটনার তদন্তে নেমেছে ভদ্রেশ্বর থানার পুলিস। 

আরও পড়ুন: দিলীপের সভার আগেই উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের কলেজ, এবিভিপি কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ

Tags:
.