ত্রাণ পৌছতে গিয়ে ডাকাতদলের খপ্পরে ১১ জন স্বেচ্ছাসেবী

Updated By: Aug 27, 2017, 11:40 AM IST

ওয়েব ডেস্ক : ত্রাণ পৌছতে গিয়ে ডাকাতদলের খপ্পরে পড়লেন ১১ জন স্বেচ্ছাসেবী। শিলিগুড়ি থেকে রায়গঞ্জে ত্রাণ নিয়ে আসছিলেন তারা। সেই সময় রাস্তায় তাঁদের গাড়ি আটকায় সশস্ত্র দুষ্কৃতীদল। তাদের হাতে ধারাল অস্ত্র এমনকি আগ্নেয়াস্ত্র ছিল বলেও দাবি করেছেন স্বেচ্ছাসেবী দলের সদস্যরা। মোবাইল ফোন, টাকা ও সোনার গয়না লুঠ করলেও ত্রাণ সামগ্রীকে ছাড় দিয়েছে ডাকাতদল। শনিবার রাত দুটো নাগাদ গোয়ালপোখরের কালুকা মোড়ের কাছে ডাকাতির ঘটনাটি ঘটে।

আরও পড়ুন, তিন তালাক রায়ে পিছিয়ে গেল আইন কমিশনের অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত রিপোর্ট পেশ

.