জাতীয় সড়কে ডাকাতি, গাড়ি থামিয়ে ব্যবসায়ীদের থেকে ১০ লক্ষ টাকা লুঠ
জাতীয় সড়কে ডাকাতি। পশ্চিম মেদিনীপুরের বিনপুর থেকে দাঁতনের কুশমি এলাকার কয়েকজন গরু ব্যবসায়ী ও সবজি ব্যবসায়ী ৬০ নং জাতীয় সড়ক ধরে গাড়িতে বাড়ি ফিরছিলেন। বেলদা থানার রানীসরাই ও নেকুড়সেনীর মাঝে এই ঘটনা ঘটে। সেইসময়ই গাড়ি থামিয়ে ব্যবসায়ীদের থেকে নগদ ১০ লক্ষ টাকা লুঠ করে ছিনতাইকারি দল।
![জাতীয় সড়কে ডাকাতি, গাড়ি থামিয়ে ব্যবসায়ীদের থেকে ১০ লক্ষ টাকা লুঠ জাতীয় সড়কে ডাকাতি, গাড়ি থামিয়ে ব্যবসায়ীদের থেকে ১০ লক্ষ টাকা লুঠ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/04/18/83497-dakati18-4-17.jpg)
ওয়েব ডেস্ক: জাতীয় সড়কে ডাকাতি। পশ্চিম মেদিনীপুরের বিনপুর থেকে দাঁতনের কুশমি এলাকার কয়েকজন গরু ব্যবসায়ী ও সবজি ব্যবসায়ী ৬০ নং জাতীয় সড়ক ধরে গাড়িতে বাড়ি ফিরছিলেন। বেলদা থানার রানীসরাই ও নেকুড়সেনীর মাঝে এই ঘটনা ঘটে। সেইসময়ই গাড়ি থামিয়ে ব্যবসায়ীদের থেকে নগদ ১০ লক্ষ টাকা লুঠ করে ছিনতাইকারি দল।
আরও পড়ুন কেশবপুর থেকে দাঁতরা পর্যন্ত রাস্তা তৈরির কথা ছিল, কিন্তু রাস্তা হয়েছে ধনেখালিতে
ব্যবসায়ীরা বাধা দিলে তাদের লোহার রড দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। ঘটনায় ৩ জন ব্যবসায়ী জখম হন। তাদের বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে বেলদা থানার পুলিস। ৬০ নং জাতীয় সড়কে শুরু হয়েছে পুলিসি তল্লাসি।
আরও পড়ুন কোচবিহারের বহু শিক্ষকের PF এর টাকাই উধাও, কার গাফিলতিতে ঘটল এমন ঘটনা?