নিজস্ব প্রতিবেদন: বিজেপির মতো বেনোজল ঢোকা রুখতে কড়া পদক্ষেপ করল RSS-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তাদের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, রাতারাতি পতাকা বদলে কেউ তৃণমূল, সিপিএম বা কংগ্রেস থেকে ABVP-তে যোগদান করতে পারবেন না। জেলা নেতৃত্বের স্বীকৃতিপত্র থাকলে তবেই মিলবে সংগঠন করার অনুমতি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মাত্র ৩০ টাকার সবজি কিনতে বলেছিলেন স্ত্রী, মাঝ রাস্তায় তিন তালাক দিলেন স্বামী


লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে বিজেপিতে যোগদানের ঢল নেমেছে। তৃণমূল ও সিপিএম ছেড়ে রোজ হাজার হাজার মানুষ যোগ দিচ্ছেন বিজেপিতে। যা নিয়ে ইতিমধ্যে বিবাদ বেঁধেছে বিজেপির অন্দরেই। বীরভূমের লাভপুরের বিধায়ক মনিরুল ইসলামের যোগদান নিয়ে সেই বিতর্ক চরমে পৌঁছয়। তবে দলে ভারি হতে যোগদানে আগল টানতে নারাজ বিজেপি।


তবে সেই পথে হাঁটতে চায় না এবিভিপি। তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কেউ পতাকা বদলে রাতারাতি যোগ দিতে পারবে না এবিভিপিতে।  সংগঠনের সদস্য হতে গেলে লাগবে জেলা নেতৃত্বের স্বীকৃতি। 


 



সূত্রের খবর, বিজেপিতে যোগদানকারী নেতা সম্প্রতি RSS-এর গণসংগঠনগুলির দায়িত্বে আসার আগ্রহ দেখান। কিন্তু তাদের সবাইকেই এখনই গুরুত্বপূর্ণ পদে বসানো হবে না বলে জানিয়ে দিয়েছে RSS. তারই মধ্যে অন্যতম হল ABVP। দিন কয়েক আগে সেখানেই এক নেতা যোগদানে আগ্রহ প্রকাশ করেন। তার পরই এব্যাপেরে স্পষ্ট নির্দেশিকা জারি করে RSS.