আজও দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস ...
গতকাল রাত থেকে সকাল পর্যন্ত গড়ে কলকাতায় ৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে।
নিজস্ব প্রতিবেদন : ভরা বসন্তে বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রাতভর বৃষ্টি হয়েছে। বৃষ্টি এখনই থামছে না। আজও দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
গতকাল সারা রাত কলকাতায় বজ্রবিদ্যুত্ সহ ভারী বৃষ্টি হয়েছে। হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় রাতে ভারী থেকে হালকা বৃষ্টিপাত হয়েছে।
রাতভর বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গায় সামান্য জল দাঁড়িয়েছে। সেন্ট্রাল অ্যাভিনিউ, মহম্মদ আলিপার্ক, এমজি রোড কানেক্টর সহ বেশ কয়েকটি জায়গায় জল দাঁড়িয়েছে। গতকাল রাত থেকে সকাল পর্যন্ত গড়ে কলকাতায় ৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে।
রবিবার থেকে ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু এই বৃষ্টি কতদিন চলবে? হাওয়া অফিস অবশ্য আশার বাণী শোনাচ্ছে। আজ বিকেলের পর থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে কলকাতা এবং দক্ষিণবঙ্গে। তবে বৃষ্টির দাপট বাড়বে উত্তরবঙ্গে বাড়বে।
আরও পড়ুন - সীমান্তে উত্তেজনা, পাক বন্দিদের নিরাপত্তা বাড়াল রাজ্য সরকার