Dhantala: ধর্ষণ করে খুন? দ্বিতীয়বার ময়নাতদন্তেও মিলল না প্রমাণ: সূত্র
CBI তদন্তের দাবি পরিবারের।
![Dhantala: ধর্ষণ করে খুন? দ্বিতীয়বার ময়নাতদন্তেও মিলল না প্রমাণ: সূত্র Dhantala: ধর্ষণ করে খুন? দ্বিতীয়বার ময়নাতদন্তেও মিলল না প্রমাণ: সূত্র](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/04/21/373147-rape11.jpg)
নিজস্ব প্রতিবেদন: পরিবারের দাবি মেনে দ্বিতীয়বার ময়নাতদন্ত হল। কিন্তু, ধর্ষণের প্রমাণ মেলেনি বলে খবর। কীভাবে মৃত্যু হল নাবালিকার? ধানতলাকাণ্ডে CBI তদন্তের দাবি করলেন পরিবারের লোকেরা।
ঘটনাটি ঠিক কী? গত ১১ এপ্রিল চড়ক পুজো উপলক্ষ্যে দিদির বাড়িতে বেড়াতে এসেছিল ওই নাবালিকা। সঙ্গে ছিলেন পিসি, জামাইবাবু-সহ পরিবারের অন্যন্য সদস্যরা। এরপর বাকিরা বাড়ি ফিরে যান। ওই নাবালিকা কিন্তু পিসির সঙ্গে দিদির বাড়িতেই থেকে গিয়েছিল।
তারপর? অভিযোগ, চড়ক পুজোর রাতে নাকি ওই নাবালিকার শরীর থেকে মদের গন্ধ পান পিসি। প্রথমে চড় মারেন, তারপর ওই নাবালিকাকে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দেন। কিছুক্ষণ পর যখন বাড়ির লোকেরা ওই ঘরে ঢুকতে যান, তখন দেখেন দরজা ভিতর থেকে বন্ধ! কেন? জানলা দিয়ে উঁকি মারতেই ওই নাবালিকাকে ঝুলন্ত অবস্থা দেখতে পান। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
এদিকে এই ঘটনায় প্রথমে আত্মহত্য়ায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছিলেন পরিবারের লোকেরা। পরে আবার ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করা হয়। এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিস।