গোয়ালপোখরের একটি বাড়িতে তল্লাশি পুলিসের, গ্রেফতার ৭ বাংলাদেশি
পুলিসের অনুমান ভিন রাজ্যে কাজের জন্য গিয়েছিল ওই সাত জন
নিজস্ব প্রতিবেদন: শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে গোয়ালপোখরের একটি বাড়ি থেকে ৭ বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিস। ওই সাত জনের মধ্যে ৩ নাবালকও রয়েছে।
আরও পড়ুন-বিধানসভার প্রথম অধিবেশনেই শুরু হবে বিধান পরিষদ গঠনের প্রস্তুতি! জল্পনা তুঙ্গে
গোপন সূত্রে খবর পেয়ে গোয়ালপোখরের(Goalpokhor) সোলপাড়া ডাঙ্গি এলাকায় মহম্মদ বুলবুল নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় গোয়ালপোখর থানার পুলিস। ঘর তল্লাশি করতেই বেরিয়ে আসে ওই ৭ বাংলাদেশি(Bangladeshi Arrested) নাগরিক। গ্রেফতার করে তাদের নিয়ে আসা হয় থানায়। ওইসব বাংলাদেশিদের কাছে কোনও বৈধ কাগজপত্র ছিল না।
আরও পড়ুন-দ্বিতীয় তরঙ্গের মতো তীব্র নয় কোভিডের তৃতীয় ঢেউ, জানাল ICMR সমীক্ষাপ্রাথমিক তদন্ত পুলিসের অনুমান ভিন রাজ্যে কাজের জন্য গিয়েছিল ওই সাত জন। কাজ সেরে দেশে ফিরছিল। তদের সাহায্য করেছিল মহম্মদ বুলবুল। তাকেও গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের আজ ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়। তবে কাজ না অন্য কোনও উদ্দেশ্য নিয়ে তারা ভারতে ঢুকেছিল তা খতিয়ে দেখছে পুলিস।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)