Shantipur: প্রসূতির মৃত্যু ঘিরে শান্তিপুরের নার্সিংহোমে ধুন্ধুমার, ঘটনাস্থলে বিশাল পুলিস
নার্সিংহোমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিবেদন: এক প্রসূতি মহিলার মৃত্যু ঘিরে শান্তিপুরে ধুন্ধুমার। নার্সিংহোম ভাঙচুরের অভিযোগ উঠেছে মৃতার পরিবারের বিরুদ্ধে। পরে পুলিস বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়।
অন্যদিকে রোগীর পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতির কারণে প্রসূতি মহিলার মৃত্যু হয়েছে। এর আগেও ওই নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে। আরও এক প্রসূতি মহিলার মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে শান্তিপুর স্টেশন সংলগ্ন গোডাউন পাড়ার বাসিন্দা দুর্গা পাশওয়ান। তাঁর স্ত্রী'কে অন্তঃসত্ত্বা অবস্থায় শান্তিপুর এক নম্বর রেলগেট সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন। পরে ওই মহিলার সিজার হয়। অভিযোগ, সিজার করার পরেই ওই মহিলার শারীরিক অবস্থার অবনতি হয়।
চিকিৎসকদের দাবি, ওই মহিলার সিজার করার পরে শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং প্রচুর ব্লিডিং হতে শুরু করে। এমত অবস্থায় চিকিৎসকরা অন্য জায়গায় স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার আগেই মৃত্যু হয় ওই প্রসূতির। রোগীর পরিবারের অভিযোগ, মৃত্যুর দু'ঘন্টা বাদে পরিবারকে খবর দেয় নার্সিংহোম কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ঘটনাকে কেন্দ্র করে নার্সিংহোম চত্বরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, এরপরেই রোগী পরিবারের লোকজন নার্সিংহোমের ভেতরে ঢুকে ভাঙচুর করে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে পুলিস বাহিনী।