Shootout At Kharagpur: খড়গপুরে শুটআউট! গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, ঘটনাস্থলে পুলিস
রবিবার রাতে তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনাস্থলেই প্রসাদের মৃত্যু হয়। ঘটনাকে ঘিরে রেল শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দুষ্কৃতীদের ধরতে পুলিসি তৎপরতা লক্ষ্য করা গেছে।
ই গোপি: ফের শুট আউট রেলশহর খড়গপুরে। সোমবার রাত ১০ টা নাগাদ চালানো হয় গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ভেঙ্কট রাও ওরফে প্রসাদ রাও নামে বছর ৪২ এর তৃণমূল কর্মীর।
ঘটনাটি ঘটে খড়্গপুর ওল্ড সেটেলমেন্ট মাতা মন্দিরের সামনে। সেখানেই বসেছিলেন প্রসাদ। স্কুটিতে করে মুখঢাকা তিন যুবক এসে, প্রসাদকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। তাঁকে উদ্ধার করে খড়্গপুর রেলওয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে পৌঁছান পৌরপ্রধান প্রদীপ সরকার সহ অন্যান্যরা। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে খড়্গপুর টাউন থানার পুলিস।
জানা গিয়েছে, গত দুই সপ্তাহ ব্যাঙ্ককে কাটিয়ে রবিবার শহরে ফিরেছিলেন প্রসাদ। তিনি বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলেও জানা গিয়েছে। একসময় শ্রীনু নাইডু'র ঘনিষ্ঠ ছিলেন এই প্রসাদ এমনটাই জানিয়েছে অনেকে।
আরও পড়ুন: Duttapukur Firing: ভরসন্ধেয় দত্তপুকুরে 'গুলি', নিহত এক জমি ব্যবসায়ী
রবিবার রাতে তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনাস্থলেই প্রসাদের মৃত্যু হয়। ঘটনাকে ঘিরে রেল শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দুষ্কৃতীদের ধরতে পুলিসি তৎপরতা লক্ষ্য করা গেছে।
যদিও, কি কারণে গুলি তা এখনও জানা যায়নি। প্রাথমিক অনুমান, পুরানো শত্রুতার জের হতে পারে এই ঘটনা। ঘটনার তদন্তে নেমেছে টাউন থানার পুলিস।