Mao Bandh: মাওবাদীদের ডাকা বনধে শুনসান বেলপাহাড়ি; চলল না বাস, বন্ধ দোকানপাট
কয়েকদিন আগেই জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় পোস্টার ছড়িয়ে ওই বনধের কথা ঘোষণা করেছিল মাওবাদীরা
নিজস্ব প্রতিবেদন: মাওবাদীদের ডাকা বনধে ভালো সাড়া মিলল জঙ্গলমহলের বেলপাহাড়ি এলাকায়। মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য অরুণ কুমার ভট্টাচার্য ও সংগঠনের পূর্বাঞ্চলীয় আঞ্চলিক ব্যুরো প্রধানকে গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, অসম, বিহার-সহ পাঁচ রাজ্যে বনধ ডেকেছিল মাওবাদীরা।
বনধে ভালা সাড়া মিলল বেলপাহাড়িতে। সকাল থেকেই বেলপাহাড়ির সব দোকান বন্ধ। চলেনি কোনও বেসরকারি বাস। সরকারি কিছু বাস চললেও রাস্তাঘাট ছিল শুনসান। মানুষ বনধ নিয়ে কিছু না বললেও আতঙ্ক তাদের চোখে মুখে।
কয়েকদিন আগেই জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় পোস্টার ছড়িয়ে ওই বনধের কথা ঘোষণা করেছিল মাওবাদীরা। এর পাশাপাশি মাওবাদীদের দাবি, রাজ্যসরকার জঙ্গলমহলে যাদের হোমগার্ডের চাকরি দিয়েছে তারা চাকরি পাওয়ার যোগ্য নয়। বরং তারা 'লুম্পেন'। এর প্রতিবাদে আগামী ৮ এপ্রিল ফের বনধের ডাক দিয়েছে মাওবাদীরা।
আরও পড়ুন-ইউক্রেনে রাশিয়ার পরবর্তী লক্ষ্য এবার কী? যুদ্ধক্ষেত্র থেকে পিছিয়ে পড়ছে রাশিয়া?