Siliguri Rape: খড়িবাড়িতে ৯ বছরের নাবালিকাকে ধর্ষণ, খুনের হুমকি; ধৃত যুবক
নির্যাতিতার পরিবারের আরও অভিযোগ, এর আগেও অভিযুক্ত পলাশ বর্মন ওই নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করেছে।
![Siliguri Rape: খড়িবাড়িতে ৯ বছরের নাবালিকাকে ধর্ষণ, খুনের হুমকি; ধৃত যুবক Siliguri Rape: খড়িবাড়িতে ৯ বছরের নাবালিকাকে ধর্ষণ, খুনের হুমকি; ধৃত যুবক](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/10/10/349715-d73b16fe-d410-49e6-a808-c27c2c02ff74.jpg)
নিজস্ব প্রতিবেদন : বছর নয়েকের এক নাবালিকাকে ধর্ষণ (Rape) ও তাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি (Siliguri) মহকুমার খড়িবাড়ি ব্লকের বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে খড়িবাড়ি থানার পুলিস। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, ধৃত যুবকের নাম পলাশ বর্মন। বয়স ২৪ বছর। অভিযুক্ত বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকারই বাসিন্দা। পেশায় রাজমিস্ত্রি। নাবালিকার পরিবার জানিয়েছে, শনিবার নির্যাতিতার বাবা বাতাসি এলাকায় কাজ করতে যান। একইসঙ্গে মা-ও সকালে স্থানীয় একটি চা বাগানে কাজে বের হন। বাড়িতে তখন মানসিক ভারসাম্যহীন দাদার সঙ্গে ছিল ৯ বছরের ওই নাবালিকা।
অভিযোগ, এরপর অভিযুক্ত পলাশ বর্মন বাড়িতে ঢুকে পড়ে। বাড়িতে ঢুকে মানসিক ভারসাম্যহীন দাদাকে নেশাসামগ্রী দিয়ে বাড়ির বাইরে পাঠিয়ে দেয়। এরপর ফাঁকা বাড়িতে জোরপূর্বক নাবালিকাকে ধর্ষণ (Rape) করে সে। বিকেলে মা কাজ থেকে বাড়ি ফিরলে, তাঁকে সব কথা খুলে বলে ওই নির্যাতিতা নাবালিকা। এরপরই রাতেই খড়িবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা নাবালিকার বাবা। অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই অভিযুক্ত পলাশ বর্মনকে গ্রেফতার করে খড়িবাড়ি থানার পুলিস।
আরও পড়ুন, Poison in Food: খাবারে বিষক্রিয়া! জীবনতলায় অসুস্থ ৫ শিশু-সহ ৫৮, এলাকায় চাঞ্চল্য
বর্তমানে ওই নাবালিকা খড়িবাড়ি গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নির্যাতিতার পরিবারের আরও অভিযোগ, এর আগেও অভিযুক্ত পলাশ বর্মন ওই নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করেছে। একইসঙ্গে ঘটনার কথা কাউকে বললে তাকে প্রাণনাশের হুমকিও দিয়েছে। ধৃত পলাশ বর্মনের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)