GoutamDebExclusive: শিলিগুড়িতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম; বিকল্প রাস্তা তৈরির পরিকল্পনা ভাবী মেয়রের

একান্ত সাক্ষাৎকার দিলেন জি ২৪ ঘণ্টা-কে।

Updated By: Feb 18, 2022, 11:48 PM IST
GoutamDebExclusive: শিলিগুড়িতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম; বিকল্প রাস্তা তৈরির পরিকল্পনা ভাবী মেয়রের

নিজস্ব প্রতিবেদন: নিত্য যানজটে নাজেহাল শহরবাসী। পুরভোটে জয়ের পর এবার শিলিগুড়িতে বিকল্প রাস্তা তৈরির আশ্বাস দিলেন ভাবী মেয়র গৌতম দেব (Goutam Deb)।  বললেন, 'কাঞ্জনজঙ্ঘা স্টেডিয়াম এখন রাজ্য সরকারের সম্পত্তি। ওখানে পিচ করা যাবে না। ওটা ফুটবল স্টেডিয়াম হবে'। 

পুরভোটে (Municipal Election 2022) তৃণমূলের (TMC) জয়জয়কার। ৪ পুরসভাতেই ধরাশায়ী বিরোধীরা। শিলিগুড়ি পুরনিগমে (Siliguri Municipal Corporation) আবার এবার প্রথম বোর্ড গঠন করল রাজ্যের শাসকদল। ৪৭ আসনের এই পুরনিগমে ৩৭ টিতেই জিতেছেন তৃণমূল প্রার্থীরা। ৫ আসন নিয়ে দ্বিতীয় স্থানে বিজেপি (BJP)। আর বামেরা (CPIM) নেমে এল ৩ নম্বর। মাত্র ৪ ওয়ার্ডে জিতেছে তারা।

শিলিগুড়িতে এই সবুজ ঝড়ের নেপথ্য কারিগর যে গৌতম দেব, তা নিয়ে কিন্তু দ্বিমত নেই রাজনৈতিক মহলে। শুধু তাই নয়, ভোট ফলপ্রকাশের দিনে শিলিগুড়িতে গিয়েই কিন্তু মেয়র হিসেবে রাজ্য়ের প্রাক্তন নাম ঘোষণা করেছিল খোদ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বার্তা দিয়েছিলেন,  'শিলিগুড়ি যেন কলকাতার মতো ঝকঝকে হয়। ট্রাফিক ব্যবস্থার এমন উন্নয়ন হোক যেন রাস্তায় গাড়ি দাঁড়িয়ে না থাকে। মানুষের উপর করের বোঝা যেন না বাড়ে'। 

আরও পড়ুন: রাতে 'বান্ধবী'কে নিয়ে বাইক সফর! চোর সন্দেহে বারুইপুরে গণপিটুনিতে মৃত্যু প্রোমোটারের

আগামীদিনে শিলিগুড়ির উন্নয়নে ঠিক কী করতে যান? শহরের যানজট কমাতে বিকল্প রাস্তা তৈরি পরিকল্পনা করেছেন ভাবী মেয়র। জি ২৪ ঘণ্টাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে গৌতম দেব বললেন,  'শিলিগুড়ি বিশৃঙ্খলার অবস্থার মধ্যে রয়েছে। রাজনৈতিক সদিচ্ছা থাকলে যানজটের সমস্যা মেটানো যেত। আমি রাইসকে নিয়ে এসেছিলাম। হিলকার্ট রোড ও সেবক রোডের বিকল্প রাস্তার তৈরি রিপোর্ট এসেছে। এই রাস্তা ৩১ নম্বর জাতীয় সড়ক থেকে এসে হিলকার্ট রোডকে স্পর্শ করবে। হিলকার্ট রোড ও সেবক রোডকে যুক্ত করবে সিক্সথ মহানন্দা ব্রিজ। খরচ হবে ১.৫৭ কোটি টাকা'।

এদিকে আবার শিলিগুড়িতে একটি স্টেডিয়ামের দাবি দীর্ঘদিনের। গৌতম দেব বলেন, 'কাঞ্জনজঙ্ঘ স্টেডিয়ামটা ভঙ্গুর অবস্থায় রয়েছে। আমি কলকাতায় গিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠক করি। সন্ধেবেলায় কাগজ হস্তান্তর হয়। স্টেডিয়াম কমিটির হাতে ছিল। কাঞ্জনজঙ্ঘা স্টেডিয়াম এখন রাজ্য সরকারের সম্পত্তি। ওখানে পিচ করা যাবে না। ওটা ফুটবল স্টেডিয়াম হবে'। তাঁর আরও বক্তব্য, 'ক্রিকেট স্টেডিয়ামের জন্য উত্তরায়ণ ও কাউখালিতে দুটি জায়গা দেখে রেখেছি'।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)    

.