নিজস্ব প্রতিবেদন : রবিবার হাওড়ার ডুমুরজলায় বিজেপির (BJP) সভায় কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে আসছেন মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। সেইসঙ্গে সভায় ভার্চুয়ালি যোগ দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এমনটাই শোনা যাচ্ছে বিজেপি সূত্রে। যদিও অমিত শাহের ভার্চুয়াল যোগদান এখনও নিশ্চিত নয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উল্লেখ্য, শুক্ররাত রাতে দুদিনের রাজ্য সফরে আসার কথা ছিল অমিত শাহের (Amit Shah)। তারপর রবিবার যোগ দিতেন ডুমুরজলায় মেগা সভায়। সেখানেই যোগদান পর্ব হওয়ার ছিল। কিন্তু শুক্রবার বিকালে দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের জেরে শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায় অমিত শাহের রাজ্য সফর। বদলে আজ স্পেশাল চার্টার্ড ফ্লাইটে দিল্লি উড়ে যান রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee), প্রবীর ঘোষাল (Prabir Ghosal), বৈশালি ডালমিয়া, রথীন চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ প্রমুখ। অমিত শাহের সঙ্গে বৈঠকের পর সন্ধ্যায় দিল্লিতেই পদ্মশিবিরে যোগ দেবেন তাঁরা। তবে, হাওড়ার ডুমুরজলায় সভা স্থগিত হচ্ছে না। নির্ধারতি সূচি অনুযায়ী-ই সভা হবে।


আর সেখানে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। বিজেপি (BJP) শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী-ই ডুমুরজলার সভায় যোগ দিচ্ছেন তিনি। একইসঙ্গে বিজেপির তরফে স্পষ্ট জানানো হয়েছে, রবিবারের যোগদান মেলাও হচ্ছে। আজকে যাঁরা বিজেপিতে যোগ দিচ্ছেন, সেই নেতৃত্ব উপস্থিত থাকবেন সভায়। পাশাপাশি বিজেপিতে যোগ দেবেন বহু ব্লক স্তরের কর্মী। 


রবিবারের সভা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পরই সাজ সাজ রব ডুমুরজলা স্টেডিয়াম চত্বরে। চলছে ফিনিশিং টাচ। এখন সভায় অমিত শাহের ভার্চুয়াল যোগদান নিশ্চিত হলেই নেওয়া হবে সেইমতো প্রস্তুতিও। আরও পড়ুন, কৈলাস, মুকুলের সঙ্গে দিল্লি রওনা রাজীব, প্রবীর, বৈশালীদের